বাংলা শব্দের অর্থ

মকমক শব্দের অর্থ কি?

মকমক শব্দের অর্থ বা, প্রতিশব্দ হচ্ছে ব্যাঙের ডাক। ব্যাঙের ডাক মূলত দুই রকম হয়। এরা সাধারণ সময়ে একরকম ডাকে আর, প্রজনন ঋতুতে আরেকরকম। বর্ষাকালে বৃষ্টির পরে যে ডাক শোনা যায় সেটি প্রজনন ঋতুর মকমক ডাক।

কোন কোন সমাজে বৃষ্টি নামানোর জন্য ব্যাঙের বিয়ে দেয়ার ব্যবস্থা আছে। তাদের ধারণা ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, তারা প্রচন্ড গরম থেকে রেহাই পাবে, আর গাছপালা, ফসলের উপকার হবে।

পুরুষ ব্যাঙ এর ডাকা শোনা যায় বর্ষাকালে।  এই সময়টা অনেক প্রাণীর প্রজননের সময়। তাই পুরুষ ব্যাঙ এইভাবে ডেকে নারী ব্যাঙকে আহবান করে।  অনেক সংস্কৃতিকে ব্যাঙের মাংস খাওয়া হয়। বাংলাদেশের পাহাড়ী অঞ্চলের মানুষদের মাঝেও এই অভ্যাস দেখা যায়।

 

আগ্রহ থাকলে পড়তে পারেন-