পড়ছে মনে মাকে

0  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে ছেড়ে খেলার সাথী, প্রবাসে আজ কাটে আমার কষ্টে একা রাতি। প্রবাস জীবন ভীষণ কঠিন আপন ছেড়ে থাকা, মা বাবা আর খেলার সাথীর ছাড়া লাগে একা। তপ্ত রোদে ঘাম ঝরিয়ে যাই যে কর্ম করে, গভীর রাতে

অমর হয়ে রবে

0আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে ঘুরে, নিজ দায়িত্ব অটল ছিলেন দেশ সীমানা জুড়ে। মহড়া দিতেন আকাশ পথে যুদ্ধ বিমান নিয়ে, আঘাত করলে শত্রু ঘায়েল পাল্টা জবাব দিয়ে। বিমান নিয়ে উড়াল দিলো দৈনিক নিয়ম মেনে, মাঝ আকাশে আগুন লাগে গেলেন তিনি

স্বাধীন দেশে জন্ম

0  স্বাধীন দেশে জন্ম নিয়ে গর্ব করে বাঁচি, এই দেশেতে হিন্দু মুসলিম মিলে মিশে আছি। লাল সবুজে উদার জমিন শান্তি বিরাজ করে, বিভেদ ভুলে হিন্দু মুসলিম থাকি সবার তরে। এই দেশেতে নাইকো বিভেদ বর্ণ বিভেদ জাতি, হরেক রকম উৎসবে সব আনন্দেতে মাতি। লাখো শহীদ রক্তে ভেজা এই দেশের ঐ মাটি, লাল সবুজের চারণভূমি পুত-পবিত্র খাঁটি।

রকমারি ডট কম ও সাহানা প্রকাশনী ( নীল ক্ষেত) এ পাচ্ছেন আমার কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

0আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। আপনারা কেউ যদি আমার বই পেতে চান তাহলে রকমারি ডট কম অথবা সাহানা প্রকাশনী ( নীলক্ষেত) থেকে ক্রয় করতে পারেন।  বইটিতে মোট কবিতা রয়েছে ৮০টি। 0

সেথায় যেতে চায়

0সেসেথায় যেতে চায় মোঃ রুহুল আমিন ওই মদিনার —বুকে ঘুমে আছে দয়াল নবী, ওই মদিনায় পাড়ি দিবো নইলে বৃথা সবি। নবীর রওজা সালাম দিতে দেবো সাগর পাড়ি, সার্থক হবে জনম আমার গেলে ভুবন ছাড়ি। এই দুনিয়ার মায়ায় পড়ে ভুলে গেছি আজি, সব মায়া ত্যাগ করে সেথায় যেতে তবে রাজি। নবীর প্রেমে আশেক গণে সেথায় যেতে

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস

1অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস —————————————————-     ডিসেম্বর ২৯, ২০১৯ এ গি‌য়ে‌ছিলাম পুরান ঢাকার বেগমবাজারস্হ নবাব বা‌ড়ি কবরস্থানে যেখা‌নে চির‌নিদ্রায় শা‌য়িত আছেন ঢাকার কিংবদ‌ন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর। ঢাকার নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর যি‌নি নি‌জে‌দের সম্প‌ত্তি দান ক‌রে

ইসলামিক বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি 

1ইসলাম‌িক  বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি ————————————————————— পা‌কিস্তান , সৌ‌দি আর‌ব ও ইন্দো‌নে‌শিয়ার মত মুস‌লিম সংখ্যাগ‌রিষ্ঠ দে‌শে যারা ভ্রম‌ন/ব্যবসা‌য়িক/চাকু‌রির/কোন প্র‌য়োজ‌নে গি‌য়েছেন তারা দে‌খে থাক‌বেন , সেসব দে‌শেও বি‌ভিন্ন স্থা‌নে মুস‌লিম ম‌নি‌ষি/‌যোদ্ধা/‌বি‌শিষ্ট ব্য‌ক্তি‌দের সহ বি‌ভিন্ন বিখ্যাত ব্য‌ক্তি‌দের ভাষ্কর্য র‌য়ে‌ছে। মুস‌লিম দেশ হয়েও তা‌দের দে‌শে এসকল ভাষ্কর্য স্থান পে‌য়ে‌ছে। ইসলা‌মে মু‌র্তি পূজা হল আল্লাহর

কায়িক শ্রমিক

0কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে –ঘাম ঝরিয়ে টাকা কামাই করি, রাজ প্রাসাদ আর অট্রালিকা গায়ের ঘামে গড়ি। সেই প্রসাদে তোমরা থাকো ভুরিভোজে সুখি, ভাতের গন্ধ –পেলে তবেই থাকি বেজায় খুশি। দৈহিক শ্রমে লোক সমাজে পাই না কোন্ দাম, পরের তরে শ্রমিক মোরা যায় ঝরিয়ে

প্রবাসীরা সোনার ছেলে

2প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি। চোখের জলে বুক ভাসিয়ে ছাড়ে জন্ম ভূমি, বিদায় কালে মায়ের কপাল রাখে আদর চুমি। কাজের শেষে ঘুমিয়ে যায় সে যে রাস্তার ধারে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখে ঋণের বোঝা ঘাড়ে। তাদের টাকায় সংসার চলে রাখে সবার