0
অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে আমার গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘। বইটিতে মোট একশটির মত কবিতা রয়েছে। কবিতাগুলো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এ বই পড়ে আপনি পাবেন আপনার আত্মীয়, ভালবাসার মানুষ, দূর সুহৃদজন। এ বই আপনাকে দেউলিয়া করবেনা, নিয়ে যাবে অনেক দূর।বইটির মূল্য ধরা হয়েছে মাত্র একশ’ দশ টাকা। বইটি বইমেলার ( সোহরাওয়ার্দী উদ্যান) ১১৬নং স্টল মেধা পাবলিকেশন্স এর দোকানে পাবেন। এ বই শুধু আপনাকে আনন্দ দিবেনা, সাথে আরও অনেক কিছুও দিবে। বই পড়ে কাটুক আপনার জীবন, বই হোক আপনার সঙ্গী , বই হো নিত্যচলার সাথী এই কামনা করে এখানেই বিদায়।

0