0
আকাশের দিকে তাকালে কি মনে হয়?
কেউ আমাকে ভালবাসে।
আসলে কেউ কি আমাকে ভালবাসে?
না।
তাহলে?
আকাশ মিথ্যা বলছে।
এমন একটি আকাশ কেন দেখলাম? এমন একটি আকাশ না দেখলেতো ভাল হত!
এমন একটি আকাশের সৃষ্টি হতে পারেনা যে আকাশ সত্যি বলে?
সে আকাশ সৃষ্টি হলে বলতাম, ‘ সত্যি সত্যিই একটি আকাশ সত্যি বলছে। এমন আকাশের সৃষ্টি কেন আগে হয়নি? ‘
সে আকাশ সৃষ্টি হলে আমি শুধু আকাশের দিকেই চেয়ে থাকতাম;আকাশ আমাকে সারাক্ষণ শুধু সত্যি বলত।

0