আকাশ…….

play icon Listen to this article
0
কাব্যের শুরু এখানে
কাব্যের শেষ এখানেই
অজস্র ভালোবাসা এখানে
অজস্র কান্নাও এখানেই
শব্দের পরে শব্দ আর
ছবির পরে ছবি
শিল্প আর ভালোবাসায়
মুগ্ধ হয় কত কবি
নীল আর সাদার ছন্দে
আসে কত স্বপ্ন সুর
তবে মাঝে মাঝে
কালো ছটায় ঢেকে যায়
চাপা যত কান্না
স্বপ্ন সেতো বহুদুর
পরিধি আর প্রাপ্তি মাপতে গিয়ে
কল্পনাতেও হয়না শেষ
আমি আর আমার কল্পনা
হয়ে যায় নিরুদ্দেশ………….

আরো পড়ুন-

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

2 Replies to “আকাশ…….”

Leave a Reply