0
কাব্যের শুরু এখানে
কাব্যের শেষ এখানেই
অজস্র ভালোবাসা এখানে
অজস্র কান্নাও এখানেই
শব্দের পরে শব্দ আর
ছবির পরে ছবি
শিল্প আর ভালোবাসায়
মুগ্ধ হয় কত কবি
নীল আর সাদার ছন্দে
আসে কত স্বপ্ন সুর
তবে মাঝে মাঝে
কালো ছটায় ঢেকে যায়
চাপা যত কান্না
স্বপ্ন সেতো বহুদুর
পরিধি আর প্রাপ্তি মাপতে গিয়ে
কল্পনাতেও হয়না শেষ
আমি আর আমার কল্পনা
হয়ে যায় নিরুদ্দেশ………….
আরো পড়ুন-
- রোমান্টিক প্রেমের কবিতা
- উপাত্ত কাকে বলে গণিত
- গর্ভাবস্থায় বেল খাওয়া যাবে কিনা
- 500 টাকার মোবাইল ঘড়ি
- শর্করা জাতীয় খাবার তালিকা

0
সত্যিই, ভালো লিখেছেন।
thank you so much
ভালো লিখেছেন কবি