একজন সাদা মনের মানুষ

0

সাইফুদ্দিন সাহেব অনেক ভাল লোক ছিলেন। তিনি দেখা হলেই বলতেন, ‘ কেমন আছস্? কোথায় যাস?’ তিনি মানুষকে ভাল না বেসে পারতেননা।

 

আজ সাইফুদ্দিন সাহেব মারা গেছেন। আহা কি দুঃখ!  এমন লোক কি আর পাওয়া যাবে!

 

শুনেছি ময়না নদীর তীরে এক লোক বাস করে, নাম, বাবু মুখোপাধ্যায়, অনেক ভাল মানুষ। একদিন যাব, তার সাথে দেখা করব।

 

বাবু সাব, বাবু সাব, আপনি কেমন আছেন?

ভাল আছি।

আপনি নাকি মানুষের উপকার না করে থাকতে পারেননা?

হ্যাঁ, মানুষের উপকার করাই আমার কাজ।

আমার জন্য কিছু করেন?

তোমার নামে একটি স্কুল করে দেব।

 

আর কিছু করার ইচ্ছা আছে?

তোমার মায়ের নামে একটি মাদ্রাসা করে দেব, সেখানে সবাই পড়বে।

সত্যিইন আপনি ভাল মানুষ।

দোয়া কোরো চিরদিন যেন ভাল থাকতে পারি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

Leave a Reply