0
সাইফুদ্দিন সাহেব অনেক ভাল লোক ছিলেন। তিনি দেখা হলেই বলতেন, ‘ কেমন আছস্? কোথায় যাস?’ তিনি মানুষকে ভাল না বেসে পারতেননা।
আজ সাইফুদ্দিন সাহেব মারা গেছেন। আহা কি দুঃখ! এমন লোক কি আর পাওয়া যাবে!
শুনেছি ময়না নদীর তীরে এক লোক বাস করে, নাম, বাবু মুখোপাধ্যায়, অনেক ভাল মানুষ। একদিন যাব, তার সাথে দেখা করব।
বাবু সাব, বাবু সাব, আপনি কেমন আছেন?
ভাল আছি।
আপনি নাকি মানুষের উপকার না করে থাকতে পারেননা?
হ্যাঁ, মানুষের উপকার করাই আমার কাজ।
আমার জন্য কিছু করেন?
তোমার নামে একটি স্কুল করে দেব।
আর কিছু করার ইচ্ছা আছে?
তোমার মায়ের নামে একটি মাদ্রাসা করে দেব, সেখানে সবাই পড়বে।
সত্যিইন আপনি ভাল মানুষ।
দোয়া কোরো চিরদিন যেন ভাল থাকতে পারি।

0