এলোমেলো…..

play icon Listen to this article
0

কখনও খুজেছো আধারের শেষ কোথায়
ভেবে দেখেছো আলোর সীমানার সমাপ্তি
চোখের গভীরের জল কি পারবে মেপে দেখাতে ?
পেয়েছো কি কখনও তীব্র রোদের পর এক পসলা বৃষ্টির প্রশান্তি

জানি অদ্ভুত এই ক্ষণগুলো এড়িয়ে চলে যাবে
স্বল্প সুখের ভাবনায় থাকবেনা তোমার মন
জানি তার ছেড়া এই খুদ্র মানুষ আসবেনা কোন কাজে
তবুও যদি হয় প্রয়োজন বুঝিয়ে দেবো
দীর্ঘ রাত জেগে থাকার পর
উষ্ম আলো আর পাখির কলরবে অনেক কাব্য লুকিয়ে আছে

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

2 Replies to “এলোমেলো…..”

Leave a Reply