0
কোরআনের শাসন
আফছানা খানম অথৈ
সত্যিকারের ভালো মানুষ নেই জগতে
টাকার কাছে বিক্রি হয়ে গেছে মনুষ্যত্ব।
লোপ পেয়েছে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক
বিলীন হয়ে যাচ্ছে মানবতা,
ধ্বংস হচ্ছে দেশ ও জাতি।
হে বিদ্রোহী জনতা রুখে দাঁড়াও
প্রতিবাদ কর সকল অন্যায়ের,
সত্যের জয় হবে ইনশাআল্লাহ।
মানবতা মার খেয়েছে বারে বারে
অসভ্যতা শিকড় গেড়েছে সর্বস্তরে।
হে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হও
ইসলামের পতাকা তলে।
ধ্বংস কর জালিম অত্যাচারীদের
উম্মোচন কর কোরআনের পতাকা,
কায়েম কর কোরআনের শাসন।

0
সুন্দর হয়েছে
ভালো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।