কবিতা কোরআনের শাসন আফছানা খানম অথৈ

0

কোরআনের শাসন

আফছানা খানম অথৈ

সত্যিকারের ভালো মানুষ নেই জগতে
টাকার কাছে বিক্রি হয়ে গেছে মনুষ্যত্ব।
লোপ পেয়েছে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক
বিলীন হয়ে যাচ্ছে মানবতা,
ধ্বংস হচ্ছে দেশ ও জাতি।
হে বিদ্রোহী জনতা রুখে দাঁড়াও
প্রতিবাদ কর সকল অন্যায়ের,
সত্যের জয় হবে ইনশাআল্লাহ।
মানবতা মার খেয়েছে বারে বারে
অসভ্যতা শিকড় গেড়েছে সর্বস্তরে।
হে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হও
ইসলামের পতাকা তলে।
ধ্বংস কর জালিম অত্যাচারীদের
উম্মোচন কর কোরআনের পতাকা,
কায়েম কর কোরআনের শাসন।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

One Reply to “কবিতা কোরআনের শাসন আফছানা খানম অথৈ”

Leave a Reply