কবিতা – বুকের ব্যাথা

1

 

বুকের ব্যাথা 

মোঃ আলী সোহেল

কার সাধ্য আছে তোমাকে বুঝার
তোমাকে চিনার মত কেও কি আছে?
আমি আর কত কাল তোমাকে সইবো
বুকের ভিতর ক্ষত ছিহ্ন বইয়ে বেড়াবো?

তোমাকে না চিনার কষ্ট বয়ে যাবো –
প্রতিদিন এক বেলা তোমার অবহেলা
সইতে না পেরে বুকের ভেতর কষ্ট গুলো
জমা করে নিঃশব্দে কেঁদেছি অবেলা,

বিরহের জ্বালা, বুঝেছিলাম তোমার মন
কেঁদে কেঁদে হয়েছিলাম তোমার অভিসারে
পর হইয়া তুমি, সাজের বেলা কার অভিসারে
নিজের মধ্যে এক অভিমানী কেন জ্বেলে দিলে?


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

4 Replies to “কবিতা – বুকের ব্যাথা”

Leave a Reply