0
বুকের ব্যাথা
মোঃ আলী সোহেল
কার সাধ্য আছে তোমাকে বুঝার
তোমাকে চিনার মত কেও কি আছে?
আমি আর কত কাল তোমাকে সইবো
বুকের ভিতর ক্ষত ছিহ্ন বইয়ে বেড়াবো?
তোমাকে না চিনার কষ্ট বয়ে যাবো –
প্রতিদিন এক বেলা তোমার অবহেলা
সইতে না পেরে বুকের ভেতর কষ্ট গুলো
জমা করে নিঃশব্দে কেঁদেছি অবেলা,
বিরহের জ্বালা, বুঝেছিলাম তোমার মন
কেঁদে কেঁদে হয়েছিলাম তোমার অভিসারে
পর হইয়া তুমি, সাজের বেলা কার অভিসারে
নিজের মধ্যে এক অভিমানী কেন জ্বেলে দিলে?
আরো পড়ুন-
0
(Visited 184 times, 1 visits today)
আরো লেখা খুঁজুন