কবিতা – বুকের ব্যাথা

1

 

বুকের ব্যাথা 

মোঃ আলী সোহেল

কার সাধ্য আছে তোমাকে বুঝার
তোমাকে চিনার মত কেও কি আছে?
আমি আর কত কাল তোমাকে সইবো
বুকের ভিতর ক্ষত ছিহ্ন বইয়ে বেড়াবো?

তোমাকে না চিনার কষ্ট বয়ে যাবো –
প্রতিদিন এক বেলা তোমার অবহেলা
সইতে না পেরে বুকের ভেতর কষ্ট গুলো
জমা করে নিঃশব্দে কেঁদেছি অবেলা,

বিরহের জ্বালা, বুঝেছিলাম তোমার মন
কেঁদে কেঁদে হয়েছিলাম তোমার অভিসারে
পর হইয়া তুমি, সাজের বেলা কার অভিসারে
নিজের মধ্যে এক অভিমানী কেন জ্বেলে দিলে?


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

3 Replies to “কবিতা – বুকের ব্যাথা”

Leave a Reply