কবিতা – বুকের ব্যাথা

1

 

বুকের ব্যাথা 

মোঃ আলী সোহেল

কার সাধ্য আছে তোমাকে বুঝার
তোমাকে চিনার মত কেও কি আছে?
আমি আর কত কাল তোমাকে সইবো
বুকের ভিতর ক্ষত ছিহ্ন বইয়ে বেড়াবো?

তোমাকে না চিনার কষ্ট বয়ে যাবো –
প্রতিদিন এক বেলা তোমার অবহেলা
সইতে না পেরে বুকের ভেতর কষ্ট গুলো
জমা করে নিঃশব্দে কেঁদেছি অবেলা,

বিরহের জ্বালা, বুঝেছিলাম তোমার মন
কেঁদে কেঁদে হয়েছিলাম তোমার অভিসারে
পর হইয়া তুমি, সাজের বেলা কার অভিসারে
নিজের মধ্যে এক অভিমানী কেন জ্বেলে দিলে?


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md. Ali Sohel

Author: Md. Ali Sohel

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

4 Replies to “কবিতা – বুকের ব্যাথা”

Leave a Reply