করোনা নিয়ে কবিতা

করোনা ও মানবতা

0

চারিদিকে দুঃখের ছড়াছড়ি
বিষাদ করিয়াছে ভর
মানুষ সব লয়ে আছে ঘর,
কেহ আপন কে করিয়াছে পর।

ভয়তে করিয়া ভর
পুত্র করিয়াছে পর জননী,
অরণ্যে ফেলিয়া তাহারে
ঘরেতে কাটাইছে রজনী।

অবাধ এ মিছিলের তরে
কফিনে কফিনে প্রান্তর হেন পূর্ণ।
বৃথা যেন সব অর্থ কড়ি আজি,
প্রাচুর্যের দেয়াল ভাঙ্গিয়া হল চূর্ণ।

বিশ্ব আজি তোলপাড়
খুঁজিয়া উত্তরণ..
তাহাতে আছে মুক্তি যদি,
তবে রুখাও বিচরণ।

রাজা,প্রজা কেহ নাহি পায় মুক্তি
তবু অন্ধ জনা আছে কিছু,
ছিনাইতে অসহায়ের ত্রাণ-
দাপায়ে বেড়াইছে পিছু পিছু!

করোনা কাউকে করেনি করুণা
দেখায়েছে সাম্য, হেন উদারতা!
হেথায় কেন হল তবে কলুষিত,
মানবতা নামের এ সভ্যতা?

মুক্তি সে তো আসবেই একদিন
মানবতা করোনাকে করিবে জয়,
কেটে যাবে সব বিষাদের ছায়া
দূরে পালাইবে সকল ভয়।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ইউসুফ জামিল

Author: ইউসুফ জামিল

Yousof Jamil (in bengali: ইউসুফ জামিল) is a Bangladeshi Poet , Author and Blogger who born and raised in Gazipur, Bangladesh. Yousof Jamil is best known for his poetry. His books available on Amazon, Google books etc platforms.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

One Reply to “করোনা ও মানবতা”

Leave a Reply