0
আমি তোমাকে যে চিঠি দেয়ছিলাম সে চিঠির উত্তর তুমি দাওনি।
তুমি দিয়েছ অন্য একটি চিঠির উত্তর যে চিঠিতে লেখা আছে তুমি আমার নয়।
তুমি এমন একটি চিঠির উত্তর কেন দিলে?
তুমি আর কখনই এমন কোন চিঠির উত্তর দিয়োনা যে চিঠির নাম তুমি আমার নয়।
এমন একটি চিঠি আমি আর কখনোই তোমাকে লিখবনা।
এমন একটি চিঠি লিখলে আমি আমার কাছেই হেরে যাই।
কাজেই তুমি শুধু সে চিঠির উত্তর দিয়ো যে চিঠির নাম – তুমি শুধু আমার।
![nofollow 56](https://www.lekhok.me/wp-content/uploads/2024/05/56.jpg)
0