চোখে চোখ (২) ( প্রেমের কবিতা)

play icon Listen to this article
0

“তোমার চোখে চোখ রাখলে কি হয়? মনে হয় পৃথিবী’ আর পৃথিবী নেই কোথায় যেন উড়ে গেছে। আজ কি পৃথিবী’ পৃথিবী আছে?  না।তার মানে?  আজ আমি তোমার চোখে চোখ রেখেছি। আবার কবে সে চোখ রাখব? আবার আগামী বৃহস্পতিবার, কারন, সেদিন তোমার জন্মদিন, জন্মদিনে চোখ না রাখলে কি হয়?”

“এবার বল এই যে এত চোখ রাখলাম তুমি আমাকে কি দেবে?”  “আমি দেব আমার চোখের তারা।” “সে চোখে কি আছে?” ”  একটি নতুন চোখ।” “সে চোখের জন্যইতো এত চোখ রাখি।”

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply