অফিস ছুটির দিনে নানান
জায়গা ঘুরে দেখি,
নিশুতি রাত জেগে নির্ঘুম
চোখে সবি লেখি।
লেখার মাঝেই বৈচিত্র্যময়
রূপটা তুলে ধরি,
আপন ভাবনায় নিজের জ্ঞানে
লিখতে চেষ্টা করি।
তাইতো আমার ছুটির দিনে
ঘুরতে ভালো লাগে,
নিজের কাজটা গুছিয়ে তাই
ছুটি সবার আগে।
চোখের মাঝে প্রান্তিক চাষীর
দৃশ্যমান দেয় নাড়া,
প্রাকৃতিক ওই দুর্যোগ আজকে
খুব অসহায় তাঁরা।
তাদের ভাবনা মনের কোণে
আমায় পেয়ে বসে,
সব কিছুর যায়না মিলানো আজ
অঙ্কটা খাতায় কষে।
সোনায় মোড়ানো এই দেশের
সোনার বাংলার মাটি
সরল সহজ কৃষক শ্রমিক
সোনার চেয়ে খাঁটি।
প্রান্তিক কৃষক শ্রমিক দেশের
জনগোষ্ঠীর জন্য,
তাদের ভেবে করলে বাজেট
জাতি হবে ধন্য।
গাঁয়ের ঘামে ফসল ফলায়
দিচ্ছে তুলে অন্ন,,
তাঁরাই দেশের শ্রেষ্ঠ সন্তান
তাদের করি গণ্য।
তাইতো আজকে ছুটির দিনে
ঘুরতে গিয়ে লেখা,
লেখার মাঝে উঠলো ফুটে
আপন চোখে দেখা।
অনেক কিছু লেখেন সবাই
কৃষক রাখে বাদে,
দেখলে তাদের ঘামের শরীর
মনটা আমার কাঁদে।
