জম্নধাত্রী

0

স্বার্থহীন তার ভালোবাসা
কেউ তো তা জানেনা,
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।

গোলাপের ভালবাসায় থাকে কাঁটা
প্রেমিকের ভালবাসায় থাকে ব্যাথা,
মনে যার নাই অহংকার হিংসা
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

আছে শুধু ভালবাসা নেই কোন চাওয়া
অসুখে কতকাল তার চোখে দিয়েছে জলধারা,
বাড়ি থেকে পালানোর রাত গুলো ঘুমহীন ছিলো একা
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

শত কষ্টেও দেখায় নি দূখের সিমানা
ধন্য আমি তাকে পেয়ে ধন্য গ্রাম বাংলা,
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রক্তেমোড়া লাশ

আবু সাঈদ জুলাই মাসের বিপ্লবী ওই বীর, স্বৈরাচারকে রুখতে সবাই উচ্চে রাখে শির। জুলাইয়ের ওই প্রথম প্রহর ছিলো রক্তে লাল,

তুমি এসো

তুমি এসো, ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে… দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া, ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।   তুমি

বর্ষার খুশি

বর্ষা এলে সুবাস ছড়ায় কদম কেয়া গন্ধ, কবিরা তাই কাব্য সাজায় লিখে দারুণ ছন্দ। আষাঢ় এলো বর্ষা নিয়ে কদম কেয়া

স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা, স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক, অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন, জল হয়ে

2 Replies to “জম্নধাত্রী”

Leave a Reply