জম্নধাত্রী

play icon Listen to this article
0

স্বার্থহীন তার ভালোবাসা
কেউ তো তা জানেনা,
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।

গোলাপের ভালবাসায় থাকে কাঁটা
প্রেমিকের ভালবাসায় থাকে ব্যাথা,
মনে যার নাই অহংকার হিংসা
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

আছে শুধু ভালবাসা নেই কোন চাওয়া
অসুখে কতকাল তার চোখে দিয়েছে জলধারা,
বাড়ি থেকে পালানোর রাত গুলো ঘুমহীন ছিলো একা
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

শত কষ্টেও দেখায় নি দূখের সিমানা
ধন্য আমি তাকে পেয়ে ধন্য গ্রাম বাংলা,
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

2 Replies to “জম্নধাত্রী”

Leave a Reply