জম্নধাত্রী

0

স্বার্থহীন তার ভালোবাসা
কেউ তো তা জানেনা,
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।

গোলাপের ভালবাসায় থাকে কাঁটা
প্রেমিকের ভালবাসায় থাকে ব্যাথা,
মনে যার নাই অহংকার হিংসা
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

আছে শুধু ভালবাসা নেই কোন চাওয়া
অসুখে কতকাল তার চোখে দিয়েছে জলধারা,
বাড়ি থেকে পালানোর রাত গুলো ঘুমহীন ছিলো একা
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

শত কষ্টেও দেখায় নি দূখের সিমানা
ধন্য আমি তাকে পেয়ে ধন্য গ্রাম বাংলা,
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

2 Replies to “জম্নধাত্রী”

Leave a Reply