0
স্বার্থহীন তার ভালোবাসা
কেউ তো তা জানেনা,
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।
গোলাপের ভালবাসায় থাকে কাঁটা
প্রেমিকের ভালবাসায় থাকে ব্যাথা,
মনে যার নাই অহংকার হিংসা
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।
আছে শুধু ভালবাসা নেই কোন চাওয়া
অসুখে কতকাল তার চোখে দিয়েছে জলধারা,
বাড়ি থেকে পালানোর রাত গুলো ঘুমহীন ছিলো একা
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।
শত কষ্টেও দেখায় নি দূখের সিমানা
ধন্য আমি তাকে পেয়ে ধন্য গ্রাম বাংলা,
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।
আরো পড়ুন-
- পাঁচটি পৌরাণিক ভালোবাসার গল্প
- কাক, কোকিল, জাহাজ, নারী শব্দের সমার্থক শব্দ কি?
- গণতন্ত্রের ইতিহাস
- জ্বরে লেবুর উপকারিতা
- আদা রসের উপকারিতা

0
ভালো লিখেছেন ভাই, মায়ের ভালোবাসার সাথে কোন কিছুর তুলনা হয় না।
ভালো লিখেছেন কবি