জম্নধাত্রী

0

স্বার্থহীন তার ভালোবাসা
কেউ তো তা জানেনা,
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।

গোলাপের ভালবাসায় থাকে কাঁটা
প্রেমিকের ভালবাসায় থাকে ব্যাথা,
মনে যার নাই অহংকার হিংসা
তুমি কি তাকে দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

আছে শুধু ভালবাসা নেই কোন চাওয়া
অসুখে কতকাল তার চোখে দিয়েছে জলধারা,
বাড়ি থেকে পালানোর রাত গুলো ঘুমহীন ছিলো একা
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা।

শত কষ্টেও দেখায় নি দূখের সিমানা
ধন্য আমি তাকে পেয়ে ধন্য গ্রাম বাংলা,
তুমি কি দেখেছ কখোন
সে আমার জম্নদাত্রী মা ।


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

2 Replies to “জম্নধাত্রী”

Leave a Reply