0
- আমি কি শুধু তোমাকে চাই? তোমার চোখ চাই, নাক চাই, ঠোঁট চাই, ঠোঁটের আগা চাই।তুমি কি সেসব আমাকে দেবে? জানি তুমি দেবেনা।তাইতো তুমি আমার কাছে সুন্দর নও।এবার বল সেসব দেবে কি করলে? ঐ সাতসাগরের ওপার হতে একটি গোলাপ তোমাকে এনে দিলে। আমি কালই সাতসাগরের ওপার যাব,তোমাকে সেটা এনে দেব। তখন নিশ্চয়ই তুমি আমাকে সেসব দেবে। আর সেসব দিলে নিশ্চয়ই তোমাকে আমার অনেক সুন্দর লাগবে। তুমি সে সুন্দরের প্রতীক্ষা করনা কেন? সে সুন্দরের প্রতীক্ষা করলেই তো তোমাকে আমার বাম কানের দুল রাখতে করে রাখতাম।
আরো পড়ুন-
- আয়হান নামের অর্থ কি?
- মন্ত্রী কাকে বলে?
- প্রবন্ধ লেখার নিয়ম
- স্যামন মাছ খেতে কেমন?
- পারিবারিক জীবিকা কাকে বলে?

0