নক্ষত্র পতন

নক্ষত্র পতন বা, উল্কাপাত কাকে বলে?

0

নক্ষত্র পতন, তারা খসা বা, উল্কাপাত যাই বলি না কেন এটি খুব সাধারণ ঘটনা। ছোটবেলায়, আকাশের একটি বড় তারা হঠাৎ নির্দিষ্ট জায়গা থেকে সরে যেতে দেখে ভয় পাওয়া মানুষদের আমি দেখেছি। হঠাৎ এভাবে আকাশের তারার  ছুটে যাওয়া যেন খসে পড়ছে- এটাকেই বলে নক্ষত্র পতন বা, তারা খসা।

উল্কাপাত কেন হয়?

একটি প্রশ্ন আমাদের দেশের অনেক মানুষের মনেই আছে,  এটি কি কোন জ্বিন ভয় দেখানোর জন্য করে, নাকি স্বাভাবিকভাবেই ঘটে? উত্তরটা হচ্ছে- স্বাভাবিক বস্তুগত ঘটনা হলে এর কারণই বা কি? চলুন জেনে নেয়া যাক-

ইংরেজীতে উল্কা শব্দের অর্থ Meteor বা, Fireball(আগুনের দলা)। Asteroid এর চেয়ে Meteoroid গুলো হয় আকারে ছোট(আমরা যেগুলো আকাশে দেখি সেগুলো Micrometeoroid)। এটি মূলত সিলিকন, অক্সিজেন, নিকেল, আয়রণ এই উপাদানগুলো দিয়ে গঠিত হয়।

যখন দ্রুত বেগে এই পিন্ডগুলো পৃথিবীর আকর্ষণে(অভিকর্ষ বলের প্রভাবে) ছুটে আসে তখন আগুন জ্বলে এবং এগুলোকে তারার মতো দেখায়, এগুলো তারা না। এগুলো হচ্ছে মহাকাশের উচ্ছিষ্ট বস্তু, কোন কাজের না। পৃথিবীতে অনেক সময় পুরোপুরি না পুড়ে যাওয়া বস্তুও চলে আসে। মহাজাগতিক এইসব ধুলিকণা বা, সৌরজগত, কোন তারকা, গ্রহ, উপগ্রহের অংশ নয় এমন  বস্তুগুলোকেই উল্কা বলে। ইংরেজীতে উল্কাকে বলা হয় Shooting Star বা, Falling Star.

ছোটবেলায় একবার সিনেমাতে আগুনের বৃষ্টি দেখে পরের রাতেই স্বপ্নে দেখেছিলাম, আগুনের বৃষ্টি হচ্ছে। আমি সেই আগুনের বৃষ্টির মাঝে কিভাবে বেচে থাকবো সেটি নিয়েই ভয়ে জড়সড়, এরপর ঘুম ভেঙে গেল– সেইবার বেচেই গেলাম। News24 এর এই খবর তো আবার আমাকে ভয় পায়িয়ে দিচ্ছে।

উল্কাপাত খুব সাধারণ একটি ঘটনা, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই

আগ্রহ থাকলে পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রোটিনের কাজ ও উপকারিতা

খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাদের পুষ্টি উপাদান বা
ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম- লেখক ডট মি

ইলেকট্রিক ওভেন ব্যবহারের ১০ টি নিয়ম

ইলেকট্রিক ওভেন কি? ইলেকট্রনিক ওভেন হল একটি বৈদ্যুতিক উপকরণ যা খাবার তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এই ওভেনে খাবারগুলি কমপক্ষে
DALL·E 2023 01 24 01.26.37 Human Life Cycle Stages photo

মানব জীবন চক্র পর্যায়

মানুষের জীবনচক্র হল পর্যায়গুলির একটি সিরিজ যা একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যায়। এই পর্যায়ের মধ্যে রয়েছে প্রসবপূর্ব বিকাশ,
DALL·E 2023 01 24 01.34.15 Painting on statistics subject

সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যান

পরিসংখ্যান হল গণিতের একটি শাখা যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা, উপস্থাপনা এবং সংগঠন নিয়ে কাজ করে। এটি বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা

One Reply to “নক্ষত্র পতন বা, উল্কাপাত কাকে বলে?”

Leave a Reply