নক্ষত্র পতন, তারা খসা বা, উল্কাপাত যাই বলি না কেন এটি খুব সাধারণ ঘটনা। ছোটবেলায়, আকাশের একটি বড় তারা হঠাৎ নির্দিষ্ট জায়গা থেকে সরে যেতে দেখে ভয় পাওয়া মানুষদের আমি দেখেছি। হঠাৎ এভাবে আকাশের তারার ছুটে যাওয়া যেন খসে পড়ছে- এটাকেই বলে নক্ষত্র পতন বা, তারা খসা।
উল্কাপাত কেন হয়?
একটি প্রশ্ন আমাদের দেশের অনেক মানুষের মনেই আছে, এটি কি কোন জ্বিন ভয় দেখানোর জন্য করে, নাকি স্বাভাবিকভাবেই ঘটে? উত্তরটা হচ্ছে- স্বাভাবিক বস্তুগত ঘটনা হলে এর কারণই বা কি? চলুন জেনে নেয়া যাক-
ইংরেজীতে উল্কা শব্দের অর্থ Meteor বা, Fireball(আগুনের দলা)। Asteroid এর চেয়ে Meteoroid গুলো হয় আকারে ছোট(আমরা যেগুলো আকাশে দেখি সেগুলো Micrometeoroid)। এটি মূলত সিলিকন, অক্সিজেন, নিকেল, আয়রণ এই উপাদানগুলো দিয়ে গঠিত হয়।
যখন দ্রুত বেগে এই পিন্ডগুলো পৃথিবীর আকর্ষণে(অভিকর্ষ বলের প্রভাবে) ছুটে আসে তখন আগুন জ্বলে এবং এগুলোকে তারার মতো দেখায়, এগুলো তারা না। এগুলো হচ্ছে মহাকাশের উচ্ছিষ্ট বস্তু, কোন কাজের না। পৃথিবীতে অনেক সময় পুরোপুরি না পুড়ে যাওয়া বস্তুও চলে আসে। মহাজাগতিক এইসব ধুলিকণা বা, সৌরজগত, কোন তারকা, গ্রহ, উপগ্রহের অংশ নয় এমন বস্তুগুলোকেই উল্কা বলে। ইংরেজীতে উল্কাকে বলা হয় Shooting Star বা, Falling Star.
উল্কাপাত খুব সাধারণ একটি ঘটনা, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই
আগ্রহ থাকলে পড়ুন-

Nice