0
আগেও প্রেম ছিল এখনও প্রেম আছে, ভবিষ্যতেও প্রেম থাকবে।
তুমি আমাকে সেই প্রেম দাও যে প্রেমের কোন তুলনা নাই।
সেই প্রেম পেলো বলব, সবচেয়ে সুন্দর সুন্দর প্রেম পেয়েছি।
এমন একটি দিন কি আসবে যেদিন আমি বলব, সবচেয়ে সুন্দর প্রেম পেয়েছি?
এমন একটি দিন দিন আসলে বলব, এমন একটি দিনের জন্যইতো অপেক্ষা করে ছিলাম।

0