Apple iphone 14

বাজারে আসছে আইফোন ১৪

0

আইফোন ১৪: অ্যাপল বিষয়ক খবরের ওয়েবসাইট আইড্রপনিউজের বরাতে ‘টেকরেডার’ নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ তারিখই মুক্তি পেতে পারে অ্যাপলের নতুন আইফোন ১৪।সেপ্টেম্বর মানেই অ্যাপলের আইফোন চমক! মাসটির কোনো এক মঙ্গলবারে নতুন আইফোনের ঘোষণা আছেযার সাক্ষী দেড় দশকের ইতিহাস। এবার গুঞ্জন উঠেছেচলতি বছরের সেপ্টেম্বরের ঠিক কোন মঙ্গলবার আসছে আইফোন ১৪।

আইফোন ১৪

এই বছরেই বাজারে আসতে চলেছে আইফোন ১৪ । তবে এটাও বলা হয়েছে, দিনটি আসতে অনেক দেরি। এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। নানা সংগত কারণেই পণ্য ঘোষণার তারিখ সামনে-পেছনে ঠেলতে পারে অ্যাপল। তবে তথ্য ফাঁসকারী অবশ্য হলফ করে আইফোনের নিশ্চয়তা দিচ্ছেন না সেপ্টেম্বরের ১৩ তারিখ অ্যাপল একটি আয়োজন রাখছে। যেহেতু সেপ্টেম্বরেই অ্যাপল আইফোন ঘোষণা করে, এই তথ্য নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে টেকরেডার।

নিশ্চয়তা না দিলেও, কিছু সম্ভাবনার কথা বলেছেন সূত্র। এর মধ্যে রয়েছে আইফোন ১৪-র পাশাপাশি ম্যাক্স, প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণ, অ্যাপল ওয়াচ ৮ এবং ওয়াচের ‘এক্সট্রিম’ সংস্করণ- যেটি আউটডোর কার্যক্রমবান্ধব, কম দামের ওয়াচ এসই ২, এয়ারপডস প্রো ২ এবং নতুন ২০২২ সংস্করণের আইপ্যাড।

কেমন হবে আইফোন ১৪ এর performance

ক্যামেরার মানের জন্য সবসময়ই আলোচিত অ্যাপল। নতুন আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আইফোন ১৩-র মতোই দাম থাকবে আইফোন ১৪-র। আমেরিকার বাজারে ৭৯৯ ডলার থেকে শুরু হবে এই সিরিজ। সে অনুযায়ী বাংলাদেশের বাজারে দাম নির্ধারণ হবে।  রচারটি ভ্যারিয়েন্টে আসতে পারে এই সিরিজ। আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোন ১২, ১৩-র মিনি ভার্সন যাদের পছন্দ ছিল, তাদের একটু মন খারাপ হতে পারে। কারণ, এবার আর ‘mini’ আনবে না অ্যাপল।

তথ্যসূত্র :  TheBDchat


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

টাকা ছাড়াই শুরু করুন ড্রপসার্ভিসিং এর ব্যবসায়

আপনারা অনেকেই অনলাইন ফ্রিলান্সিং ও রিমোট জবসের ব্যাপারে জানেন। কিন্তু আপনারা কি উক্ত বিষয় নিয়ে কোনো ব্যবসায়  প্রতিষ্ঠা করতে চেষ্টা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা
কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ- লেখক ডট মি

কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ

আধুনিক এবং উচ্চতর জীবনধারায় কম্পিউটারের এই পরিচিতি ও ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে  উন্নত করে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে এবং

2 Replies to “বাজারে আসছে আইফোন ১৪”

Leave a Reply