Apple iphone 14

বাজারে আসছে আইফোন ১৪

play icon Listen to this article
0

আইফোন ১৪: অ্যাপল বিষয়ক খবরের ওয়েবসাইট আইড্রপনিউজের বরাতে ‘টেকরেডার’ নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ তারিখই মুক্তি পেতে পারে অ্যাপলের নতুন আইফোন ১৪।সেপ্টেম্বর মানেই অ্যাপলের আইফোন চমক! মাসটির কোনো এক মঙ্গলবারে নতুন আইফোনের ঘোষণা আছেযার সাক্ষী দেড় দশকের ইতিহাস। এবার গুঞ্জন উঠেছেচলতি বছরের সেপ্টেম্বরের ঠিক কোন মঙ্গলবার আসছে আইফোন ১৪।

আইফোন ১৪

এই বছরেই বাজারে আসতে চলেছে আইফোন ১৪ । তবে এটাও বলা হয়েছে, দিনটি আসতে অনেক দেরি। এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। নানা সংগত কারণেই পণ্য ঘোষণার তারিখ সামনে-পেছনে ঠেলতে পারে অ্যাপল। তবে তথ্য ফাঁসকারী অবশ্য হলফ করে আইফোনের নিশ্চয়তা দিচ্ছেন না সেপ্টেম্বরের ১৩ তারিখ অ্যাপল একটি আয়োজন রাখছে। যেহেতু সেপ্টেম্বরেই অ্যাপল আইফোন ঘোষণা করে, এই তথ্য নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে টেকরেডার।

নিশ্চয়তা না দিলেও, কিছু সম্ভাবনার কথা বলেছেন সূত্র। এর মধ্যে রয়েছে আইফোন ১৪-র পাশাপাশি ম্যাক্স, প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণ, অ্যাপল ওয়াচ ৮ এবং ওয়াচের ‘এক্সট্রিম’ সংস্করণ- যেটি আউটডোর কার্যক্রমবান্ধব, কম দামের ওয়াচ এসই ২, এয়ারপডস প্রো ২ এবং নতুন ২০২২ সংস্করণের আইপ্যাড।

কেমন হবে আইফোন ১৪ এর performance

ক্যামেরার মানের জন্য সবসময়ই আলোচিত অ্যাপল। নতুন আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আইফোন ১৩-র মতোই দাম থাকবে আইফোন ১৪-র। আমেরিকার বাজারে ৭৯৯ ডলার থেকে শুরু হবে এই সিরিজ। সে অনুযায়ী বাংলাদেশের বাজারে দাম নির্ধারণ হবে।  রচারটি ভ্যারিয়েন্টে আসতে পারে এই সিরিজ। আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোন ১২, ১৩-র মিনি ভার্সন যাদের পছন্দ ছিল, তাদের একটু মন খারাপ হতে পারে। কারণ, এবার আর ‘mini’ আনবে না অ্যাপল।

তথ্যসূত্র :  TheBDchat

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।
প্রিন্টার

কোন প্রিন্টার সবচেয়ে ভালো?

বন্ধুরা, ভাবছেন প্রিন্টার কিনবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন প্রিন্টারটি সবচেয়ে ভালো হবে বা কোনটি আপনি কিনবেন? হ্যা এমনটাই
অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ কি

অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ লিখ: উত্তর: সিস্টেম সফটওয়্যার (System Software) হলো কম্পিউটারের হার্ডওয়্যার
ইউটিউব থেকে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

ইউটিউব থেকে আয় করার অনেক রকম উপায় আছে। এই লেখাটিতে আয় করার উপায়সহ ইউটিউব সম্পর্কিত আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে

2 Replies to “বাজারে আসছে আইফোন ১৪”

Leave a Reply