বিনিদ্র রজনী
হামিদা চৌধুরী ইমা
শিক্ষার্থী: চট্টগ্রাম কলেজ
রোবট নয়; রক্তে মাংসে গড়া মানব জাতি,
নিদ্রাহীন নৈতিক দৃঢ়তার হচ্ছে ক্ষতি ।
তবু ও চাই দুর্বার গতিতে দুর্জয়,
ছিনিয়ে নেবো এবার বিজয় ।
রাতের আকাশে তারা মিটিমিটি করে,
মনের ব্যথা গুলো তবু নাহি সরে ।
সাঁঝের বেলায় জোনাকিরা দেয় আলো,
নীরবতা রাতে সঙ্গী আঁধার কালো ।
গহিন রাতে নীল আকাশ আলোকিত চাঁদে,
চাঁদের আলো অনুভব নিরিবিলি ছাদে ।
দুঃখ-বেদনা, অভিমান ও অনুরাগে,
একা শয্যায় বিনিদ্র রজনী জাগে !
তিমির রাত্রি কবে পার হবে?
রাত্রি পেরিয়ে ঊষার আলো উঠবে কবে?
পৃথিবীটা মনে হয় কালো ধোঁয়ায় ঘেরা,
নিদ্রাহীন রাত অস্তির ও দিশেহারা ।
কতই আবেগ- স্মৃতি, আনন্দে-শোকে,
বিনিদ্র রজনী পার করছে কতো লোকে?
বিনিদ্র রজনী ভয়াবহ সকলের কাছে,
নৈতিক দৃঢ়তা ক্ষয় করে মানসিক চাপে ।
নিদ্রাহীন রাত কাটা সত্যি কষ্টকর,
চোখের পাতা ঢলে পড়ে রাতভর ।
আত্ন বেদনার কথা জানবে না শহর গ্রামে,
বেদনায় ঢাকা থাকবে রজনীর খামে ।
প্রিয় সঙ্গী হয়ে তারাগুলো জ্বলে মিটিমিটি,
ভোরের আকাশ পাঠাবে কি “সোনালী চিঠি?”ঊষার আলোয় পূর্বাকাশ রবিতে লাল,আলোর স্পর্শে কাটবে কি দুঃখের কাল?

ভালো লিখেছেন কবি