3
নমঃ নমঃ নমঃ ভারত মাতা।
তব চরণে করি নত মাথা।।
তুমি আমাদের জন্মদাতা-
এই জীবনের শক্তিদাতা।।
দুঃখ অশনি তথা
তারি মাঝে মঙ্গল ধ্বনি গাঁথা।
দুঃখ সুখ দৈন্য লেশ হীনমন্যতা
তুমি আমাদের ভাগ্য বিধাতা।।
নমঃ নমঃ নমঃ হে শ্রেষ্ঠা
ঐক্য বন্ধন ঐক্যতা।
স্বর্গ সুখ,অলকানন্দা-
অবিরত বহে সকল দেবতা।।
হিন্দু মুসলিম খ্রিষ্ঠান বোদ্ধা,
এক দেহে লীন হয় একতা।
তব চরণে করে বন্দনা-
তুমি আমাদের সুখশান্তি ত্রাতা।।
প্রভাত সন্ধ্যা রাত্রি দিবা
শশী রবি গিরি নদী মালা।
তব গীতে করে আরাধনা।
শুদ্ধ হয় শোনে কোরান ও গীতা।।
হে মম ভারত মাতা
তব পবিত্র অঙ্গ আঙ্গিনা
ধন্য এ জীবনের কাব্য কথা
পেয়ে তব স্নেহ মমতা।।
নমঃ নমঃ নমঃ ভারত মাতা
তব চরণে করি নত মাথা।।
আরো পড়ুন-
- মৌলিক সংখ্যা কাকে বলে?
- সবজি বিরিয়ানি রেসিপি
- ময়দার উপকারিতা ও অপকারিতা
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- চর্যাপদ- বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন
3
ধন্যবাদ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য