ভারত মাতা- Dipankar Saha (Deep)

3

নমঃ নমঃ নমঃ      ভারত মাতা।
তব চরণে করি     নত মাথা।।
তুমি আমাদের   জন্মদাতা-
এই জীবনের শক্তিদাতা।।

দুঃখ অশনি তথা
তারি মাঝে মঙ্গল ধ্বনি গাঁথা।
দুঃখ সুখ দৈন্য লেশ হীনমন্যতা
তুমি আমাদের ভাগ্য বিধাতা।।

নমঃ নমঃ নমঃ      হে শ্রেষ্ঠা
ঐক্য বন্ধন ঐক্যতা।
স্বর্গ সুখ,অলকানন্দা-
অবিরত বহে সকল দেবতা।।

হিন্দু মুসলিম খ্রিষ্ঠান বোদ্ধা,
এক দেহে লীন হয় একতা।
তব চরণে করে বন্দনা-
তুমি আমাদের সুখশান্তি ত্রাতা।।

প্রভাত সন্ধ্যা রাত্রি দিবা
শশী রবি গিরি নদী মালা।
তব গীতে করে আরাধনা।
শুদ্ধ হয় শোনে কোরান ও গীতা।।

হে মম         ভারত মাতা
তব পবিত্র অঙ্গ আঙ্গিনা
ধন্য  এ জীবনের কাব্য কথা
পেয়ে তব স্নেহ মমতা।।

নমঃ নমঃ নমঃ ভারত মাতা
তব চরণে করি নত মাথা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

3

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

One Reply to “ভারত মাতা- Dipankar Saha (Deep)”

Leave a Reply