ভারত মাতা- Dipankar Saha (Deep)

play icon Listen to this article
2

নমঃ নমঃ নমঃ      ভারত মাতা।
তব চরণে করি     নত মাথা।।
তুমি আমাদের   জন্মদাতা-
এই জীবনের শক্তিদাতা।।

দুঃখ অশনি তথা
তারি মাঝে মঙ্গল ধ্বনি গাঁথা।
দুঃখ সুখ দৈন্য লেশ হীনমন্যতা
তুমি আমাদের ভাগ্য বিধাতা।।

নমঃ নমঃ নমঃ      হে শ্রেষ্ঠা
ঐক্য বন্ধন ঐক্যতা।
স্বর্গ সুখ,অলকানন্দা-
অবিরত বহে সকল দেবতা।।

হিন্দু মুসলিম খ্রিষ্ঠান বোদ্ধা,
এক দেহে লীন হয় একতা।
তব চরণে করে বন্দনা-
তুমি আমাদের সুখশান্তি ত্রাতা।।

প্রভাত সন্ধ্যা রাত্রি দিবা
শশী রবি গিরি নদী মালা।
তব গীতে করে আরাধনা।
শুদ্ধ হয় শোনে কোরান ও গীতা।।

হে মম         ভারত মাতা
তব পবিত্র অঙ্গ আঙ্গিনা
ধন্য  এ জীবনের কাব্য কথা
পেয়ে তব স্নেহ মমতা।।

নমঃ নমঃ নমঃ ভারত মাতা
তব চরণে করি নত মাথা।।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

বাংলা সাহিত্যের নবীন দিশারী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

অসময়ের প্রলাপ

আচ্ছা কমল? আজ রাতে যদি বৃষ্টিরা নামে এই উত্তপ্ত মাটিতে? প্রবল বেগে,প্রকৃতির অদৃশ্য তনয়ার অশরীরী নৃত্যে? অদেখা কোনো এক নূপুরের

রেড টি শার্ট- কবির ৫ টি কবিতা

ওগো নীল দুটি পাখি কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি,

One Reply to “ভারত মাতা- Dipankar Saha (Deep)”

Leave a Reply