ভালবাসার রূপকথা

0

জানি তুমি আর তুমি নেই। তুমি হয়ে গেছ অন্য এক তুমি। তুমি এখন আর ফুল দেখলে হাসনা, পাখি দেখলে গাওনা, নদী দেখলে বয়ে যাওনা।তুমি কেন এমন?  তুমি কি সারস পাখির লেজ দেখেছ যে লেজ অনেক বড়?  আর ভেবেছ আমি যদি এ লেজ হতে পারতাম? না, না তুমি সারস পাখির লেজ দেখনি তুমি দেখেছ চড়ুই বাতির লেজ, যে লেজ সব লেজকে ছাড়িয়ে যায়। তোমার এত বড় লেজ হওয়ার ইচ্ছা কেন জাগল? ও বুঝেছি তুমি কাল রাতে কিছু খাওনি, আর তাই চিন্তা করেছ এবার বেশি করে খাব।তুমি এত বেশি খাও যেন খেতে খেতে তোমার উদর পুর্তি হয়ে যায়। পূর্তি হয়ে সে যেন শুধু হা হু্ল্লাশ করে।

তুমি কোনদিন কারো নাম মুখস্ত করনি, করেছিলে শুধু আমার নাম।আজ সে নাম তুমি ভুলে গেলে।তোমাকে কি নাম দেব সেটাই ভাবছি। তোমার নাম হোক নামের নাম, তাতে যদি নাম তার সবচেয়ে আপন জনা’ খুঁজে পায়।

এত যে ভালবাসি তার প্রতিদান কি দেবে?  তুমি যদি সাত সাগরের পানি দিতে অনেক ভাল হত।তুমি দিয়েছ আট সাগরের পানি, এটা বেশি হয়ে যায়।

তুমি যদি কাল মালিনী নদীর তীরে সাপ খেলা দেখতে যাও সেখানে আমার কথা বোলো, সাপ নিশ্চয়ই একটু নড়েচড়ে তার খেলা প্রদর্শন করবে।

কবি জীবনানন্দের শখ ছিল বনলতাকে নিয়ে খেলা। আমার শখ তুমি, তুমি আমাকে কি দেবে? আর কোনদিন পাহাড় নদীর গান শুননা, সে গান শুনলে তুমি পাগল হয়ে যাবে। পাগল যে আমি বড় অপছন্দ করি।

সোনার পেয়ালায় তিনটি ডিম আছে। এ তিনটি ডিম আমি খাব।তার একটি যদি তুমি হতে কতইনা ভাল হত।

আজ তুমি শপথ নাও এখন থেকে তুমি শুধু ঈশ্বরের নামে শপথ করবে।কারন, ঈশ্বর যে আমাকে সৃষ্টি করেছে।

জাহান্নামের আগুনে বসে যে জন হাসে তুমি তার বন্দনা কর।কারন,  আমি একদিন জাহান্নামের আগুনে বসে হাসি হেসেছিলাম;আর সে হাসি ছিলে তুমি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply