“আচ্ছা বলতো মেয়েরা কেমন ছেলে চায়?”, ছেলেটি মেয়েটিকে বলল |
ছেলেটির নাম আকাশ আর মেয়েটির নাম বর্ষা | তারা মাধ্যমিক থেকে একসাথে পড়াশুনা করে আসছে | বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে | আকাশ মাধ্যমিক পড়াশুনার সময় থেকেই বর্ষাকে পছন্দ করে | আকাশ একসময় বর্ষাকে এই প্রশ্নটি করে | বর্ষার মনে আকাশের জন্য বন্ধুত্বের বেশি অনুভূতি ছিল না তাই সে প্রশ্নটিকে গুরুত্ব দেয়নি | কিন্তু বর্তমানে বর্ষাও তাকে পছন্দ করতে শুরু করেছে |বর্ষা প্রায়ই রাতে আকাশের স্বপ্ন দেখে | কিন্তু এই বিষয়ে মেয়েদের অতি কষ্ট হলেও মুখ ফুটে মনের কথা বলার সাহস হয় না | বর্ষার ইচ্ছা করে প্রতিদিন আকাশের সাথে কথা বলে | কিন্তু একটা সংকোচবোধের কারণে কথা বলতে পারে না |
এদিকে আকাশ বারবার তার মনের কথা বলে সাড়া না পেয়ে নিজে থেকে আর বিরক্ত করে না কিন্তু তাকে খুব মিস করে |
চমৎকার। মুগ্ধ।