0
মা ছাড়া যে …শূন্য বিরান
আমার হৃদয় ভূমি,
রক্তের সাথে হৃদ মাজারে
আছো মাগো তুমি।
মা নামটা যে মধুর মতো
মিষ্টিতে নাম ভরা,
মাগো তোমার ছোঁয়ায় বাঁচি
সুন্দর যেন ধরা।
মা’যে আমার ভুবন মাঝে
দুটি চোখের আলো,
মাগো তোমার সবার চেয়ে
বাসি অনেক ভালো।
মাগো তুমি আমায় গড়ে
হলে নিজে ধন্য,
এই ধরনীর আলো দেখি
মাগো তোমা জন্য।
তোমার কথা পড়লে মনে
অশ্রু চোখে ঝরে,
অসুখ বিসুখ হলে আমার
তোমার হিয়া ডরে।
মা ছাড়া যে ….হয়না পূর্ণ
ঘরটা শূন্য লাগে,
তোমার মত মাগো আমায়
কে’বা ভাবে আগে।
আসবে খোকা জানলে তুমি
পথে থাকো চেয়ে,
উঠান মাঝে দেখলে আমায়
খুশি মোরে পেয়ে।
0