মা ছাড়া ঘরটা শূন্য

play icon Listen to this article
0

মা ছাড়া যে …শূন্য বিরান
আমার হৃদয় ভূমি,
রক্তের সাথে হৃদ মাজারে
আছো মাগো তুমি।

মা নামটা যে মধুর মতো
মিষ্টিতে নাম ভরা,
মাগো তোমার ছোঁয়ায় বাঁচি
সুন্দর যেন ধরা।

মা’যে আমার ভুবন মাঝে
দুটি চোখের আলো,
মাগো তোমার সবার চেয়ে
বাসি অনেক ভালো।

মাগো তুমি আমায় গড়ে
হলে নিজে ধন্য,
এই ধরনীর আলো দেখি
মাগো তোমা জন্য।

তোমার কথা পড়লে মনে
অশ্রু চোখে ঝরে,
অসুখ বিসুখ হলে আমার
তোমার হিয়া ডরে।

মা ছাড়া যে ….হয়না পূর্ণ
ঘরটা শূন্য লাগে,
তোমার মত মাগো আমায়
কে’বা ভাবে আগে।

আসবে খোকা জানলে তুমি
পথে থাকো চেয়ে,
উঠান মাঝে দেখলে আমায়
খুশি মোরে পেয়ে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

Leave a Reply