ভালবাসা ছাড়া বাঁচা যায়না।
তাইতো একদিন আমি মরে গেছি।
আজ আবার বাঁচতে ইচ্ছে করছে।
কিন্তু সেই ভালবাসা কই?
সে যদি মিশরের ক্লিওপেট্রা হয় অনেক ভাল হয়।
কারন, মিশরের ক্লিওপেট্রাকে আমি অনেক ভালবাসি।
মিশরের ক্লিওপেট্রা একদিন বলেছে গোলাপ ফুল হাতে আসবে।
কিন্তু আসেনি।
আমার অনেক দুঃখে দিন কেটেছে।
আজ যদি আসে আমার আনন্দের সীমা থাকবেনা।
মিশরের ক্লিওপেট্রাকে নিয়ে ভাবেনা এমন কাউকে পাওয়া যাবেনা।
মিশরের ক্লিওপেট্রাকে ভালবেসেছিল অ্যান্টনি, মিশরের ক্লিওপেট্রাকে ভালবেসেছিল সিজার, মিশরের ক্লিওপেট্রাকে ভালবেসেছিল পম্পেই ; তারা কেউ মনের মত করে পায়নি ; তাইতো তারা কেঁদেছিল।
আমি মনের মত করে পেতে চাই ; আমাকে কাঁদতে হবে?
মিশরের ক্লিওপেট্রাকে নিয়ে একদিন আমার সাংহাই ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। সে যদি সেখানে আমাকে একটি ফুল দেয় তাহলে আমার আনন্দ কত হবে কেউ কি বলতে পার?
জানি তুমি বলতে পারবেনা। তাইতো তোমার কোন নাম নেই।