সিলেটি ভাষা খুব সম্ভবত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা। উইকিপিডিয়ায় আর্টিকেল দেখতে গিয়ে অবাক হলাম- ওদের নাকি নিজস্ব বর্ণমালাও আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং যুক্তরাজ্যের কিছু অঞ্চলের মানুষেরা এই ভাষায় কথা বলে। বাংলা ট্রিবিউনে একটা আর্টিকেল পড়লাম- ব্রিটেনের কিছু কিছু স্কুলে মাতৃভাষা হিসেবে বাংলার পাশাপাশি সিলেটি ভাষাও শেখানো হচ্ছে।
“তুমি কেমন আছ?” এই বাক্যটি সিলেটি ভাষায় হবে- “তুঁই কেন আছো?”
ছিলটি নাগরি ভাষা এবং বর্ণমালা
Featured image হিসেবে যে ছবিটি যুক্ত করেছি(আমাদের ওসমানীনগর নামে একটা ব্লগ থেকে নেয়া), সেখানে সিলেটি ভাষার বর্ণমালার একটি ছবি পাবেন। ৩৩ টি বর্ণ নিয়ে ওদের বর্ণমালা যেখান স্বরবর্ণ ৫ টি। এটিও ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। সর্বশেষ বাংলা-অসমীয়া ভাষা থেকে এর উৎপত্তি। মধ্যযুগে এই ভাষার বর্ণমালা তৈরি হয়। এই বর্ণমালাকে বলা হয় নাগরী অক্ষর। মধ্যযুগে এই বর্ণমালার উৎপত্তি ঘটে। বিহারের কৈথী লিপির সাথে এর মিল রয়েছে। বাংলা ভাষার মত এটিও একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা।
সিলেটি ভাষার এনড্রয়েড এপ
সিলেটি ভাষাকে এই ভাষাভাষী মানুষেরা “ছিলটি” ভাষা বলে। বর্তমানে বিশ্বে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের মুখের ভাষা ছিলটি। গুগোলের প্লেস্টোরে সম্প্রতি একটি এপ প্রকাশিত হয়েছে যেটার মাধ্যমে এই ভাষার বর্ণমালা দিয়ে ছিলটিরা লিখতে পারবেন। বাংলাদেশে এবং ভারতে বসবাসকারী সিলেটি ভাষাভাষী মানুষদের অনেকেই সিলেটিকে বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ বলে মনে করেন।
আবার অনেকে এটিকে আলাদা ভাষা বলে মনে করেন- লন্ডনের স্কুলগুলোতে শেখানো হয়, আলাদা বর্ণমালা আছে এগুলো থেকে বুঝতে পারি। আপনি হয়ত জেনে অবাক হবেন- বাংলা ছাড়া(আঞ্চলিক বাদ দিয়েও) বাংলাদেশে আরো ৩৯ টি ভাষা আছে(Ethnologue এ পাওয়া তথ্য অনুযায়ী)।
সিলেটি ভাষার অভিধান
অনলাইনে সার্চ দিলে Glosbe এর একটি অভিধান খুজে পাওয়া যাচ্ছে যেখানে সিলেটি টু বাংলা যেকোন শব্দ লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পারেন-
সিলেটি থেকে বাংলা ভাষার অভিধান
এই অভিধানের উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এখানে অবশ্য বাংলা বর্ণমালাই ব্যবহার করা হয়েছে।
যেমনঃ ‘ফাক্কি’ শব্দের বাংলা অনুবাদ লেখা হয়েছে, ‘পাখি‘, এর পাশে রিকমেন্ডেশন দেখাচ্ছে ‘কিতা অবস্থা’ যার অর্থ ‘কি খবর‘।
সিলেটি ভাষা নিয়ে কিছু প্রশ্নের উত্তর
এখানে দুটি প্রশ্নের উত্তর অন্তর্ভুক্ত করেছি। আপনাদের আরো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখুন-
=>সিলেটি ভাষা বনাম শুদ্ধ ভাষা বিতর্কে আপনার অবস্থান কি?
উত্তরঃ স্পষ্ট ভাষায় বলে রাখি, আমি অন্য সব আঞ্চলিক ভাষার মত সিলেটি ভাষাকেও শুদ্ধ ভাষা মনে করি। এটিকে আপনি বাংলার আঞ্চলিক রূপ বলুন আর, স্বতন্ত্র একটি ভাষাই বলুন না কেন এটি অবশ্যই শতভাগ শুদ্ধ। প্রচলিত মত অনুযায়ী শুদ্ধ বলতে বাংলার প্রমিত রূপটিকে অজ্ঞ লোকেরা বুঝিয়ে থাকে।
আসলে আঞ্চলিক বা, প্রমিত যেটিই হোক সেটিই শুদ্ধ। প্রমিতরূপে যে ভাষাটিকে আমরা গ্রহণ করেছি এই ভাষাটিও আসলে একটি নির্দিষ্ট অঞ্চলেরই ভাষা। এই ভাষার প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না, কারণ সবার যোগাযোগের একটি সাধারণ ভাষার প্রয়োজনীয়তা আছে।
=> সিলেটি ভাষার নাম কি?
উত্তরঃ এই ভাষার আলাদা করে নাম দেয়া লাগবে না, এমনিতেই নাম আছে। স্থানীয় লোকেরা যে নামে ডাকে- ছিলটি ভাষা, এটিই এই ভাষার নাম। এটি যেহেতু নাগরি লিপিতে লেখা হয়, তাই এটাকে নাগরি ভাষাও বলতে চাইলে বলতে পারেন।
কেউ মনে করেন সিলেটি একটি স্বতন্ত্র ভাষা, কেউ মনে করেন এটি বাংলার একটি উপভাষা। এই ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে, ইংল্যান্ডের স্কুলে প্রাথমিক শিক্ষা হিসেবে এই ভাষার শিক্ষাও দেয়া হয়। আপনার বক্তব্য কি, মন্তব্য করে আমাদের জানান।
আরো যা পড়তে আপনার ভালো লাগবে-
- চর্যাপদের পদকর্তাদের নাম
- উল্কা কি
- মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- হিন্দি ভাষার উৎপত্তি কিভাবে হয়?
- আফ্রিকার গান্ধী
কৃতজ্ঞতা স্বীকার:
earki, উইকিপিডিয়া, আমাদের ওসমানীনগর, নাগরী লিপি