সে যে আমার ভালবাসার নীল দিগন্ত পাখি

play icon Listen to this article
0

আকাশকে বলেছি তুমি আমার নাম নিওনা, পাথারকে বলেছি তুমি আমার নাম নিওনা, নদীকে বলেছি তুমি আমার নাম নিওনা, সুরঞ্জনাকে বলেছি তুমি আমার নাম নিওনা; শুধু তাকে বলেছি আমার নাম নিতে, সে যে আমার কবিতা।

আমি যেখানেই যাই তার কথা ভাবি।তাকে ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

আমি ছিলাম লঙ্কা, আমি ছিলাম সিংহল, আমি ছিলাম সাংহাই -সবখানে তার কথা ভেবেছি।

তাকে নিয়ে গল্প করেছি। সে গল্প খ্যাতি পেয়েছে দুনিয়া জোড়া।

সে যে আসে মোর কবিতায়, গানে, স্বপ্নে, নন্দিত নোলকে; তাকে নিয়ে একটি কবিতা  লিখলে সেটি হয়ে যায় হাজার কবিতা।

একবার দার্শনিক দেবদারু দাসের দেখা পেয়েছিলাম।তাকে বললাম, সবচেয়ে সুন্দর কে?  বলে, সে। সেই থেকে আমি আর মাথায় হাত বুলাইনা।

কতকাল ভেবেছি যদি তিব্বত যাই তাহলে লামা দেবীকে তার কথা বলব।

তার স্বপ্নে বিভোর আমিঃ একদিন সে আসবে তিলোত্তমা শাড়ি পরে -আমি গাইব নতুন সুখের গান। সে সুখ ছড়িয়ে পড়বে সারা পৃথিবী।

আমি যদি কোনদিন চাঁদকে সরাসরি দেখতে পাই তাহলে বলব, তুমি কি দেখ?  তুমি শুধু তাকে দেখ। তাকে দেখলে একটি প্রহর তোমার ভাল কাটবে।

আমি তার গান গাচ্ছি, গেয়েছিলাম, গাব।এমনি করেই যেন আমার দিন যায়।কারন, তার গান গাইলে আমার মনে প্রাণ জাগে।

ভালবাসা কি জিনিস জানতামনা।জেনেছি তার কাছে। তাকে বলেছি ভালবাসা চিরদিন শিখিয়ে যেতে।কারন, ভালবাসা শিখলে ভালবাসাকে ভাল করে জানা যায়।

 

 

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply