একদিন হবে ছুটি

0

জীবন মানে এই জগতে
তিন পুরুষের মেলা,
চোখ বুঝিলে.. বন্ধ হবেই
রঙ তামাশার খেলা।

কিসের বড়াই করছো ভবে
অহংবোধে আজি,
সবার মত জগত সংসার
ছাড়তে তবু রাজি।

দাদার দেখা পথের পথিক
বাবার চরণ দুটি,
জগত ছাড়ার নির্দেশ আসলে
বাবার হলো ছুটি।

এমন ভাবে নিয়ম মেনেই
যাওয়া আসা ভবে,
হাজার হাজার বছর ধরেই
নিয়ম মানছে সবে।

মিটবে নাকো মনের আশা
এই জীবনে কারো,
অতীত স্মৃতি থাকবে ধরায়
গড়তে যদি পারো।

হঠাৎ একদিন দমকা হাওয়া
জীবন নেবে কেড়ে,
পূর্ণ তোমার ঘাটতি থাকলে
কষ্ট যাবে বেড়ে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

অমর হয়ে রবে

আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে

স্বাধীন দেশে জন্ম

  স্বাধীন দেশে জন্ম নিয়ে গর্ব করে বাঁচি, এই দেশেতে হিন্দু মুসলিম মিলে মিশে আছি। লাল সবুজে উদার জমিন শান্তি

রকমারি ডট কম ও সাহানা প্রকাশনী ( নীল ক্ষেত) এ পাচ্ছেন আমার কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। আপনারা কেউ যদি আমার বই পেতে চান তাহলে রকমারি ডট কম

Leave a Reply