মণিপুরী গান

এই জনগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ ভাষা, বর্ণমালা, সাহিত্য। মূলত বাংলাদেশ এবং ভারতে এদের বাস। ভারতের একটি রাজ্য রয়েছে মণিপুর নামে। মৈতৈ, পাঙন এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী এদের তিনটি শাখা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও মণিপুরীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের সিলেট, মৌলভিবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলে এদের বাস। ঢাকায় মণিপুরীপাড়া নামে একটি এলাকা রয়েছে যেখানে মূলত এই জনগোষ্ঠীর মানুষেরা বাস করেন।

১০ টি আদিবাসী গান শুনুন

নিয়ে নিন – hoichoi monthly subscription (বিশেষ ছাড়ে)