0
ওগো প্রভু সৃষ্টির মালিক
পাপের করো ক্ষমা,
এই অধমের দাও মুছে পাপ
আছে যতো জমা।
নতুবা সাঁই কবুল করো
তোমার রহম গুনে,
পাপের মোচন করুন প্রভু
আত্মার কথা শুনে।
সকল কিছুর— শ্রবণকারী
বিশ্বাস হৃদে রাখি,
তোমার সুন্দর সিফাত নামে
দিবস রাতে ডাকি।
নিখিল বিশ্বের—অধিপতি
উদার অসীম প্রভু,
তোমার কাছে– অধোবদন
নাইতো দ্বিধা কভু।
রোজ হাশরের মাঠে সঠিক
ইনসাফ সবার তরে,
পুণ্যের আমল দিও নেকির
পাল্লা ভারী করে।
এই অধমের ফরিয়াদ আজ
কবুল করে নেবে,
শেষ বিচারের দিনে নবীর
একটু দেখা দেবে।
পাপের মোচন ক্যামনে হবে
দয়ার নবী বিনে,
নাজাত দাও গো নবীর দয়ায়
রোজ হাশরের দিনে।
আরো পড়ুন-
0