শান্তি

2

অনেক আগে লীগ অব নেশনস্

দূর করতে চেয়েছিলো টেনশান।

কিন্তু, তারপরেও দেখেছিলো বিশ্ব

জাপানের হিরোশিমা আর নাগাসাকির দৃশ্য।

তারপর ১৯৪৫ এর অক্টবরে

গঠিত হলো জাতিসংঘ শান্তির বার্তা নিয়ে।

ভেবেছিলাম শান্তি থাকবে বজায়,

কিন্তু কী হলো সিরিয়ায়!

কেন হলো ১৯৪৭ এর ভারতবর্ষ শাষন?

কেন হলো মিয়ানমারে রহিঙ্গা অপসারণ?

কেন কাদঁছে ফিলিস্তিনের শিশু?

তাহলে কোথায় গেল শান্তি? কোথায় গেল জাতিসংঘের শান্তির নীতি?

বিশ্ব নেতারা আজ ক্ষমতার লোভে অন্ধ।

জাতিসংঘ এখন তাদের কাছে এক অস্ত্র,

যার নীতি আর নিয়মের দোহাই দিয়ে তারা আজ শোষন করছে বিশ্ব!

“যুদ্ধ নয় শান্তি চাই” এটা এখন শুধুই তাদের  মুখের বুলি।

তারা আজ ” শান্তি নয়, ক্ষমতা চাই” নীতিতেই বিশ্বাসী।

তাই তো হায়! শান্তি আজ বড়ো অসহায়!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Imran Hossain

Author: Imran Hossain

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

One Reply to “শান্তি”

  1. এই রচনায় মানবিক দিকটা লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
    বলা হয়ে থাকে একজন লেখক সামাজের প্রতি দায়বদ্ধতার কারণে লিখেন৷ ।

Leave a Reply