শান্তি

play icon Listen to this article
2

অনেক আগে লীগ অব নেশনস্

দূর করতে চেয়েছিলো টেনশান।

কিন্তু, তারপরেও দেখেছিলো বিশ্ব

জাপানের হিরোশিমা আর নাগাসাকির দৃশ্য।

তারপর ১৯৪৫ এর অক্টবরে

গঠিত হলো জাতিসংঘ শান্তির বার্তা নিয়ে।

ভেবেছিলাম শান্তি থাকবে বজায়,

কিন্তু কী হলো সিরিয়ায়!

কেন হলো ১৯৪৭ এর ভারতবর্ষ শাষন?

কেন হলো মিয়ানমারে রহিঙ্গা অপসারণ?

কেন কাদঁছে ফিলিস্তিনের শিশু?

তাহলে কোথায় গেল শান্তি? কোথায় গেল জাতিসংঘের শান্তির নীতি?

বিশ্ব নেতারা আজ ক্ষমতার লোভে অন্ধ।

জাতিসংঘ এখন তাদের কাছে এক অস্ত্র,

যার নীতি আর নিয়মের দোহাই দিয়ে তারা আজ শোষন করছে বিশ্ব!

“যুদ্ধ নয় শান্তি চাই” এটা এখন শুধুই তাদের  মুখের বুলি।

তারা আজ ” শান্তি নয়, ক্ষমতা চাই” নীতিতেই বিশ্বাসী।

তাই তো হায়! শান্তি আজ বড়ো অসহায়!

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Imran Hossain

Author: Imran Hossain

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেই মেয়েটি- – ভাস্কর পাল

দশটা পাঁচটার লোকাল ট্রেনে চলতি গাড়ির যাত্রী সে- সেই পথেই যেতাম আমি ব্যাগ ঝুলিয়ে চাকরিতে। ব্যাস্ত শহর ব্যাস্ত ভীড়ে, তপ্ত

গানে গানে

আমি তাকে কতবার বলেছি আমাকে একটি গান শোনাও। কিন্তু সে কখনও আমাকে গান শোনায়নি। সে শুধু বলে, 'ভালবাসি' ভালবাসি।কিন্তু কখনও

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

One Reply to “শান্তি”

  1. এই রচনায় মানবিক দিকটা লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
    বলা হয়ে থাকে একজন লেখক সামাজের প্রতি দায়বদ্ধতার কারণে লিখেন৷ ।

Leave a Reply