শান্তি

2

অনেক আগে লীগ অব নেশনস্

দূর করতে চেয়েছিলো টেনশান।

কিন্তু, তারপরেও দেখেছিলো বিশ্ব

জাপানের হিরোশিমা আর নাগাসাকির দৃশ্য।

তারপর ১৯৪৫ এর অক্টবরে

গঠিত হলো জাতিসংঘ শান্তির বার্তা নিয়ে।

ভেবেছিলাম শান্তি থাকবে বজায়,

কিন্তু কী হলো সিরিয়ায়!

কেন হলো ১৯৪৭ এর ভারতবর্ষ শাষন?

কেন হলো মিয়ানমারে রহিঙ্গা অপসারণ?

কেন কাদঁছে ফিলিস্তিনের শিশু?

তাহলে কোথায় গেল শান্তি? কোথায় গেল জাতিসংঘের শান্তির নীতি?

বিশ্ব নেতারা আজ ক্ষমতার লোভে অন্ধ।

জাতিসংঘ এখন তাদের কাছে এক অস্ত্র,

যার নীতি আর নিয়মের দোহাই দিয়ে তারা আজ শোষন করছে বিশ্ব!

“যুদ্ধ নয় শান্তি চাই” এটা এখন শুধুই তাদের  মুখের বুলি।

তারা আজ ” শান্তি নয়, ক্ষমতা চাই” নীতিতেই বিশ্বাসী।

তাই তো হায়! শান্তি আজ বড়ো অসহায়!

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Imran Hossain

Author: Imran Hossain

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

One Reply to “শান্তি”

  1. এই রচনায় মানবিক দিকটা লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
    বলা হয়ে থাকে একজন লেখক সামাজের প্রতি দায়বদ্ধতার কারণে লিখেন৷ ।

Leave a Reply