আল্লাহর ভয়ে ভীত ব্যক্তির নমুনা

play icon Listen to this article
0

ইসলাম ধর্মের খলিফা হজরত ওমর (রা.) এর সময়ের যামানা। এক ঈদের দিন। তখন মদীনার সবাই আনন্দে আত্মহারা। নামাজের সময় হয়ে গেছে কিন্তু খলিফা ওমর (রা.) দরজা বন্ধ করে অঝোরে কাঁদছেন।
সবাই তাকে জিজ্ঞেস করছে, আজ ঈদের দিন, একটা ☺ খুশির দিন। খলিফা কেন কাঁদছেন? উত্তরে খলিফা বললেন, “কি করে আজ আমি ☺ খুশি হবো – এখনো তো জানতে পারি নি আমার রোযা কবুল হলো কিনা আল্লাহর দরবারে?” তার মধ্যে ছিল জবাবদিহিতার ভয়। রাষ্ট্র পরিচালনায় যদি সামান্য ক্রুটি হয়ে যায় সেই ভয়।
পৃথিবীর প্রত্যেক মানুষকেই কোন না কোন দায়িত্ব দেওয়া হয়েছে। সেসব দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে যে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে – এ-ই ভীতির নামই তো তাকওয়া।
রমজানের রোযা মানুষের মধ্যে এই দায়িত্বানুভূতি সৃষ্টি করবে-এটাই মহান আল্লাহ পাক চান। আর এই দায়িত্বানুভূতি যদি আমাদের মধ্যে জাগ্রত হতো তাহলে আমাদের সমাজে কল্যাণের স্রোত বয়ে যেতো।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply