ইসলাম ধর্মের খলিফা হজরত ওমর (রা.) এর সময়ের যামানা। এক ঈদের দিন। তখন মদীনার সবাই আনন্দে আত্মহারা। নামাজের সময় হয়ে গেছে কিন্তু খলিফা ওমর (রা.) দরজা বন্ধ করে অঝোরে কাঁদছেন।
সবাই তাকে জিজ্ঞেস করছে, আজ ঈদের দিন, একটা ☺ খুশির দিন। খলিফা কেন কাঁদছেন? উত্তরে খলিফা বললেন, “কি করে আজ আমি ☺ খুশি হবো – এখনো তো জানতে পারি নি আমার রোযা কবুল হলো কিনা আল্লাহর দরবারে?” তার মধ্যে ছিল জবাবদিহিতার ভয়। রাষ্ট্র পরিচালনায় যদি সামান্য ক্রুটি হয়ে যায় সেই ভয়।
পৃথিবীর প্রত্যেক মানুষকেই কোন না কোন দায়িত্ব দেওয়া হয়েছে। সেসব দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে যে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে – এ-ই ভীতির নামই তো তাকওয়া।
রমজানের রোযা মানুষের মধ্যে এই দায়িত্বানুভূতি সৃষ্টি করবে-এটাই মহান আল্লাহ পাক চান। আর এই দায়িত্বানুভূতি যদি আমাদের মধ্যে জাগ্রত হতো তাহলে আমাদের সমাজে কল্যাণের স্রোত বয়ে যেতো।
আরো পড়ুন-

ভালো লিখেছেন কবি