ইমাম ইবনু আবিদ দুনইয়ার জীবনী

play icon Listen to this article
0

ইমাম ইবনু আবিদ দুনইয়া।পুরো নাম আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনি উবাইদ ইবনি সুফইয়ান ইবনি কাইস আল-কারশি।

বাগদাদে ২০৮হিজরিতে (খৃ.৮২৩)জন্ম গ্রহণ করেন।

পিতা মুহাম্মাদ ইবনু উবাইদ ছিলেন খ্যাতিমান মুহাদ্দিস (হাদিসবিশারদ)।বেশ কয়েকজন আব্বাসী শাসককে ছোটবেলায় পড়িয়েছেন তিনি ;তাদের মধ্যে মু’তাদিদ ও তার ছেলে মুকতাফি বিল্লাহ’র নাম বিশেষভাবে উল্লেখযোগ।তিনি ছিলেন অত্যন্ত বাকপটু ;উপদেশ দেওয়ার সময় শ্রোতাদেরকে খুব সহজে হাসাতে ও কাঁদাতে পারতেন।

তার শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন ইসহাক ইবনু রাহওয়াই, কাসিম ইবনু সাল্লাম,তাবাকাত-রচয়িতা ইবনু সাদ,বুখারি,আবূ দাঊদ ও আবূ হাতিম রাযি-রহিমাহুমুল্লাহ।ছাএদের মধ্যে ইবনু মাজাহ্, মুহাম্মাদ ইবনু খালাফ ওয়াকি,ইবনু আবী হাতিম,আবূ বাকর শাফিয়ি ও আবূ আলি ইবনু খুযাইমা’র নাম বিশেষভাবে উল্লেখযোগ।

হাদিস ও ইতিহাসশাস্তে তিনি ছিলেন অত্যন্ত উঁচু মাপের এক বিদ্বান। তার মৃতু-সংবাদ ইমাম ইসমাঈল কাযি’র কাছে পৌঁছুলে তিনি বলে উঠেন, ‘আল্লাহ তার উপর রহম করুন!

তার মৃত্যুর মধ্য দিয়ে বিপুল পরিমাণ জ্ঞানের মৃত্যু ঘটল!’কাসীর লিখেছেন,

‘তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ও হাদীসশাস্তের ইমাম ;জ্ঞানের সকল শাখায় তিনি গ্রন্থ রচনা করেছেন।’

অবশ্য জ্ঞানাজনের উদ্দেশে তিনি খুব বেশি সফর করেননি।এ কারণে মুহাদ্দিসদের কেউ কেউ এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি যে যুগে বাগদাদে বেড়ে উঠেছেন, ওই সময় বাগদাদ ছিল ইসলামি জ্ঞানের কেন্দ্র ;বিভিন্ন অঞ্চল থেকে স্বয়ং বিদ্বানরাই সেখানে আসতেন। তাই বাগদাদের বাইরে জ্ঞানাজনের উদ্দেশে খুব বেশি সফরে না যাওয়ায়,ইবনু আবিদ দুনইয়া-রাহিমাহুল্লাহ-এর জ্ঞানর্জনে বিশেষ কোনও ঘাটতি হয়নি।

তার রচিত গ্রন্থের সংখ্যা অনেক ;তবে বেশিরভাগের প্রকৃতি হলো ছোট ছোট পুস্তিকার মতো, সংখ্যায় যা শতাধিক। কাল বোকেলমান ও ফুআদ সিজকীনের গ্রন্থাবলিতে তার পান্ডুলিপিগুলোর খুব বেশি তথ্য না থাকলে, অধ্যাপক ইয়াসীন সাওয়াস তার পান্ডুলিপিসমূহের বিস্তারিত বিবরণ তুলে ধরার চেষ্টা করেছেন।সম্প্রতি আট খন্ডের একটি বিশ্বকোষ হিসেবে তার রচনাবলি বৈরুত থেকে প্রকাশ করা হয়েছে।

তিনি ৭৩বছর বয়সে ২৮১হিজরিতে(খৃ.৮৯৪)বাগদাদে ইন্তেকাল করেন।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Related Posts

হযরত ওমর (রা.) এর জীবনী

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়া-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মুমেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি –

ইমাম ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে তারাবীর রাকাত-সংখ্যা

ইমাম ইবনে তায়মিয়্যাহ রহ. এর দৃষ্টিতে তারাবীর রাকাত-সংখ্যা   বর্তমানে কোনো কোনো লা-মাযহাব বন্ধু একথা বলতে চাযে যে, ওমর রাদিয়াল্লাহু

মুহাম্মদ জাফর ইকবালের জীবনী

মুহাম্মদ জাফর ইকবাল ১৯৫২ খ্রিস্টাব্দে সিলেটে জন্ম গ্রহণ করেন।তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তিনি একজন প্রগতিশীল লেখক, পদার্থবিদ,কম্পিউটার - বিজ্ঞানী

সত্যজিৎ রায়ের জীবনী

সত্যজিত রায়ের জন্ম ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতায়।তার পূর্ব - প্রজন্মের ভিটা ছিল কিশোর গঞ্জের কাটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। সত্যজিত রায় শুধু

Leave a Reply