ঘূর্ণিঝড়ের নামের তালিকা

উপকূলীয় জীবন

play icon Listen to this article
0

ঘূর্ণিতে গুড়িয়ে স্বপ্ন
বিধ্বস্ত হয়ে লোকালয়,
বানে প্লাবিত চারপাশ
শুধু ক্ষুধা আর হাহাকার।
বিলীন সব গৃহ
মলিন সব মুখ,
নেই আর ঠাঁই
নেই আর বাসস্থানের অধিকার।

ভাঙ্গনে ভেঙ্গেছে বুক
দুঃখ কেড়েছে সুখ
বিলীন শেষ চিহ্ন,
নেই স্বজনের সমাধি আর।
নির্ঘুম জেগে চোখ
জাগে শুধু বেদনা,
ঝরিয়ে বহু অশ্রু
চোখে অশ্রু জমে না আর।

দৃষ্টি জুড়ে বিষাদ,
শ্রবণ পুড়ে আর্তনাদ,
হতাশায় মানুষ,পশু-পাখি একাকার।
প্রতি প্রাণে অবসাদ,
দুঃখে আনে অনুনাদ,
কান্না হাসি জোয়ার ভাটার অধিকার!

ভাঙ্গা গড়ার খেলায়
উপকূলীয় জীবন,
তবু বেলায় অবেলায়
আশায় বুক বাঁধে বারবার।

 

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ইউসুফ জামিল

Author: ইউসুফ জামিল

Yousof Jamil (in bengali: ইউসুফ জামিল) is a Bangladeshi Poet and Author who born and raised in Gazipur, Bangladesh. From childhood he was very fond of writing. In 2021, Published his book "Bela Obelar Kothakoli" from India.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেই মেয়েটি- – ভাস্কর পাল

দশটা পাঁচটার লোকাল ট্রেনে চলতি গাড়ির যাত্রী সে- সেই পথেই যেতাম আমি ব্যাগ ঝুলিয়ে চাকরিতে। ব্যাস্ত শহর ব্যাস্ত ভীড়ে, তপ্ত

গানে গানে

আমি তাকে কতবার বলেছি আমাকে একটি গান শোনাও। কিন্তু সে কখনও আমাকে গান শোনায়নি। সে শুধু বলে, 'ভালবাসি' ভালবাসি।কিন্তু কখনও

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

Leave a Reply