কবিতা- চেনা পথ

play icon Listen to this article
0

শিরোনাম – চেনা পথ
কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ – ০৭.০৫.২৩

তাল গাছের সারি দিয়ে ঢাকা মোরাম পথে
ভোর হলেই, ট্রাক্টর নিয়ে, ছোটে কোনো মতে।
শহর ছেড়ে, দূরের গাঁ, নাম তার যে, মধুপুর
বাঁশের ঝাড়ে, খেলা করে, বাচ্ছারা ভরদুপুর।

ধানের শিষে, সুবাস ছড়ায়, ভোলায় অবসাদ
অকৃপণ সূর্য, ছড়ায় আলো, আলের ধারেও খাদ।
খুশির মেজাজ, বাতাসের সাথ, ফসলের হাসি
পথিকের সাথে, পথ বলে যায়, খুব ভালোবাসি।

নীরব পথ, সাক্ষী থাকি, সুখ দুঃখের স্মৃতিচারণ
পথিক ছাড়া, বেসুরো কথা, মন ঝামেলার কারণ।
প্রকৃতির বুকে, সৃজন সৃষ্টির আঁকা বাঁকা পথ
লক্ষ্য মুঠিতে, প্রকৃতির বুকে, পথিকের অভিমত।

পথে পথে জনতার কথা, পদযুগলের শব্দ
ভোরের বার্তা, শান্ত স্বরে, যাত্রী হয়েছে জব্দ।
মুক্তির স্বপ্ন, দেখায় পথ, আরও জানায় কলরব
পাখিদের মাতামাতি, হুই হুল্লোড়, পথ আগলায় সব।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Suchandrita Chakraborty

Author: Suchandrita Chakraborty

কবি ও বাচিক শিল্পী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Leave a Reply