0
আকাশ ছোঁয়া পণ্যদ্রব্য
দামটা চড়া কেনো?
খাবার আশে কাঁদছে মানুষ
আমলা গণে যেনো!
বাঁচতে হলে খাইতে হবে
ক্যামনে খাবার কিনি!
মোদের কাছে টাকার অভাব
জানেন কিবা তিনি?
এতো দামের চড়া বাজার
নেইতো কেনার সাধ্য,
দিনমজুরি কামলা খেটে
কিনবো কোনটা খাদ্য?
দিনেই দিনেই বাড়ছে সবই
চরম অগ্নি দামে॥
কিনতে গেলে মনটা কাঁদে
লাগছে ব্যথা চামে!
ভাবছে কে আর ক্ষুধার জ্বালা
আছে দীনের পেটে!
বলবো কথা কে শুনবে ভাই
যাচ্ছে বুকটা ফেটে॥
ক্যামনে সইবো ক্ষুধার জ্বালা
বাঁচবো ক্যামনে বলো?
ক্ষুধার জ্বালায় ভুবন ছাড়ার
সময় বুঝি হলো॥
খাবার আশে মরণ হইলে
করবো দায়ি তাকে॥
প্রভু মোদের দেখভালের ঐ
ভারটা দিলো যাকে!

0