0
রবি নামের …সেই ছেলেটি
সবাই যাকে চেনে,
চাকরি পাশে বাইক চালক
জীবন নিলো মেনে।
বাইক নিয়ে ছুটছে রাস্তায়
অর্থের জন্য রোজ,
চাকরির পাশে সুযোগ পেলে
অর্থের করে খোঁজ।
বাইক নিয়ে পাঠাও ভাড়া
যাত্রী বহন করে,
ছেলে মেয়ের দেখতে হাসি
দৈনিক রবি লড়ে।
কারোর কথায় দেয়না সাড়া
নিজের মতে চলে,
সংসার চলবে অনেক ভালো
আমি কর্মঠ হলে।
বাড়তি টাকা আসলে আমার
সংসার ভালো রবে,
হালাল পেশায় সম্মান অটুট
যে যাই বলুক তবে।
এই ভুবনে….. টাকায় জানি
সকল সুখের মূল,
টাকা ছাড়া… অচল জীবন
সবি তখন ভুল।
রবির মতই…. কর্মঠ হলেই
আসবে তবে সুখ,
ফিরলে বাড়ি ছেলেমেয়ের
দেখবে হাসি মুখ।
ওদের মুখে দেখলে হাসি
গর্বে ভরে বুক,
শোকর করে বলছে রবি
এটাই আমার সুখ।
আরো পড়ুন-
0