কর্মঠ রবি

0

রবি নামের …সেই ছেলেটি
সবাই যাকে চেনে,
চাকরি পাশে বাইক চালক
জীবন নিলো মেনে।

বাইক নিয়ে ছুটছে রাস্তায়
অর্থের জন্য রোজ,
চাকরির পাশে সুযোগ পেলে
অর্থের করে খোঁজ।

বাইক নিয়ে পাঠাও ভাড়া
যাত্রী বহন করে,
ছেলে মেয়ের দেখতে হাসি
দৈনিক রবি লড়ে।

কারোর কথায় দেয়না সাড়া
নিজের মতে চলে,
সংসার চলবে অনেক ভালো
আমি কর্মঠ হলে।

বাড়তি টাকা আসলে আমার
সংসার ভালো রবে,
হালাল পেশায় সম্মান অটুট
যে যাই বলুক তবে।

এই ভুবনে….. টাকায় জানি
সকল সুখের মূল,
টাকা ছাড়া… অচল জীবন
সবি তখন ভুল।

রবির মতই…. কর্মঠ হলেই
আসবে তবে সুখ,
ফিরলে বাড়ি ছেলেমেয়ের
দেখবে হাসি মুখ।

ওদের মুখে দেখলে হাসি
গর্বে ভরে বুক,
শোকর করে বলছে রবি
এটাই আমার সুখ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

Leave a Reply