কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

play icon Listen to this article
0

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।

 

কী-বোর্ড এর শ্রেণি বিভাগঃ

একটি কীবোর্ডকে ৬টি শ্রণিতে ভাগ করা যায়।

1.Function Key

2.Typing Key

3.Tactat Key

4.Arrow Key

5.Numeric Key

6.Special key

এদের বর্ণনা-

 

১.Function Key :

 একটি কীবোর্ডের সবার উপরের সারিটির F1 থেকে F12 পর্যন্ত যে ১২টি “কী” বা “বাটন” থাকে ,এগুলোকে Function Key বলে।

কাজঃ

 

*কোন কমান্ড বাতিল করার জন্য ( Alt+F4)।

*কম্পিউটার রিফ্রেশ দেওযার জন্য F5 ব্যবহার করা হয়।

 

২.Typing Key : 

 কীবোর্ডে A থেকে Z পর্যন্ত সবগুলো অক্ষর এলোমেলো ভাবে সাজানো থাকে,এগুলকে Typing Key বলে।

 

Tactat Key : 

 

*Page Down : এই Key একবার চাপলে Page এক Screen নিচে যাবে।

*Page Up : এই Key একবার চাপলে Page এক Screen উপরে যাবে।

*Home : এই Key একবার চাপলে কার্সর লাইনের শুরুতে যাবে।

*End : এই Key (ctrl+End) চাপলে কার্সর লাইনের শেষে যাবে।

*Delete :এই Key একবার চাপলে কার্সরের ডানে এক বর্ণ মুছে যাবে। আর লেখা Block করে Delete চাপলে সমস্ত লেখা মুছে যাবে। Block করার জন্য (Ctrl+A) চাপতে হবে।

 

৩.Numeric Key: 

 

কীবোর্ডের ডান পাশে ক্যালকুলেটরের মত বেশ কতগুলো বাটন রয়েছে,যেখনে ( 0-9, +, -, = ) ইত্যাদি রয়েছে, এগুলোকে Numeric Key বলে। এখানে Numlock নামে একটি বাটন রয়েছে, এই বাটন ON অবস্থায় Key গুলো কাজ করবে এবং OFF অবস্থায় কাজ করবে না।

৪.Special Key:  

* Enter Key : এই Key দিয়ে কার্সরকে এক লাইন নিচে নামানো যাবে এবং কোন কমান্ড Ok করা যায়।

*.Shift Key : একটি কীবোর্ড ২টি Shift Key রয়েছে। এ দুটির কাজ একই। এই Key চেপে ধরে যে অক্ষর লেখা হয় তা Capital letter হবে। এবং দুটি চিহ্ন বিশিষ্ট বাটন চাপলে উপরের চিহ্ন হবে।

*Caps Lock : এই বাটনের একটি Power Light রয়েছে। এই Light On অবস্থায় যে কোন অক্ষর Capital latter হবে।

*Alt : এটি সাহায্যকারী বাটন।

*Ctrl : এটি Short Cut কমান্ড প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়।

*Space Bar : এই Key চাপলে একবর্ণ ফাঁকা সৃষ্টি হবে।

*Back Space : কোন কমান্ড বাতিল করার জন্য।

*Esc : কার্সরের বামের একটি অক্ষর মুছে যাবে।

 

কীবোর্ড

কী-বোর্ড পরিচিতি

 

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Apple iphone 14

বাজারে আসছে আইফোন ১৪

আইফোন ১৪: অ্যাপল বিষয়ক খবরের ওয়েবসাইট আইড্রপনিউজের বরাতে ‘টেকরেডার’ নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ তারিখই মুক্তি পেতে পারে অ্যাপলের নতুন আইফোন ১৪।সেপ্টেম্বর মানেই
প্রিন্টার

কোন প্রিন্টার সবচেয়ে ভালো?

বন্ধুরা, ভাবছেন প্রিন্টার কিনবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন প্রিন্টারটি সবচেয়ে ভালো হবে বা কোনটি আপনি কিনবেন? হ্যা এমনটাই
অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ কি

অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ লিখ: উত্তর: সিস্টেম সফটওয়্যার (System Software) হলো কম্পিউটারের হার্ডওয়্যার
ইউটিউব থেকে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

ইউটিউব থেকে আয় করার অনেক রকম উপায় আছে। এই লেখাটিতে আয় করার উপায়সহ ইউটিউব সম্পর্কিত আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে

One Reply to “কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি”

Leave a Reply