কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।
কী-বোর্ড এর শ্রেণি বিভাগঃ
একটি কীবোর্ডকে ৬টি শ্রণিতে ভাগ করা যায়।
1.Function Key
2.Typing Key
3.Tactat Key
4.Arrow Key
5.Numeric Key
6.Special key
এদের বর্ণনা-
১.Function Key :
একটি কীবোর্ডের সবার উপরের সারিটির F1 থেকে F12 পর্যন্ত যে ১২টি “কী” বা “বাটন” থাকে ,এগুলোকে Function Key বলে।
কাজঃ
*কোন কমান্ড বাতিল করার জন্য ( Alt+F4)।
*কম্পিউটার রিফ্রেশ দেওযার জন্য F5 ব্যবহার করা হয়।
২.Typing Key :
কীবোর্ডে A থেকে Z পর্যন্ত সবগুলো অক্ষর এলোমেলো ভাবে সাজানো থাকে,এগুলকে Typing Key বলে।
Tactat Key :
*Page Down : এই Key একবার চাপলে Page এক Screen নিচে যাবে।
*Page Up : এই Key একবার চাপলে Page এক Screen উপরে যাবে।
*Home : এই Key একবার চাপলে কার্সর লাইনের শুরুতে যাবে।
*End : এই Key (ctrl+End) চাপলে কার্সর লাইনের শেষে যাবে।
*Delete :এই Key একবার চাপলে কার্সরের ডানে এক বর্ণ মুছে যাবে। আর লেখা Block করে Delete চাপলে সমস্ত লেখা মুছে যাবে। Block করার জন্য (Ctrl+A) চাপতে হবে।
৩.Numeric Key:
কীবোর্ডের ডান পাশে ক্যালকুলেটরের মত বেশ কতগুলো বাটন রয়েছে,যেখনে ( 0-9, +, -, = ) ইত্যাদি রয়েছে, এগুলোকে Numeric Key বলে। এখানে Numlock নামে একটি বাটন রয়েছে, এই বাটন ON অবস্থায় Key গুলো কাজ করবে এবং OFF অবস্থায় কাজ করবে না।
৪.Special Key:
* Enter Key : এই Key দিয়ে কার্সরকে এক লাইন নিচে নামানো যাবে এবং কোন কমান্ড Ok করা যায়।
*.Shift Key : একটি কীবোর্ড ২টি Shift Key রয়েছে। এ দুটির কাজ একই। এই Key চেপে ধরে যে অক্ষর লেখা হয় তা Capital letter হবে। এবং দুটি চিহ্ন বিশিষ্ট বাটন চাপলে উপরের চিহ্ন হবে।
*Caps Lock : এই বাটনের একটি Power Light রয়েছে। এই Light On অবস্থায় যে কোন অক্ষর Capital latter হবে।
*Alt : এটি সাহায্যকারী বাটন।
*Ctrl : এটি Short Cut কমান্ড প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়।
*Space Bar : এই Key চাপলে একবর্ণ ফাঁকা সৃষ্টি হবে।
*Back Space : কোন কমান্ড বাতিল করার জন্য।
*Esc : কার্সরের বামের একটি অক্ষর মুছে যাবে।
কীবোর্ড
কী-বোর্ড পরিচিতি
আরো পড়ুন-
- মেমোরি কার্ডে লিখিত পরিমানের চেয়ে কম থাকে কেন?
- অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী?
- কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়?
- টরেন্ট সাইট কিভাবে কাজ করে?
- ইউটিউব সম্পর্কে বিস্তারিত তথ্য- A to Z
- ডোমেইন নেম সিস্টেম যেভাবে কাজ করে
- বাংলাদেশে এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি কি?

খুব সুন্দর লিখেছেন