তবুও স্বপ্ন দেখি

play icon Listen to this article
0

আর কত এভাবে থাকবো, সবগুলো চাওয়া পাওয়া রেখে হয়ে যাব নিঃস্ব ।
কেনইবা লাগে পৃথিবীটা আজ শূন্য
আজ যেন মিথ্যে সব আশা ,
সবার ভিড়ে দিন শেষ আমি একা
কষ্ট গুলো আজ যত্নে লালন করছি
জীবনের হিসেবে আজ ইতি টানছি
কত রাত জেগে থেকে, স্মৃতির কাতারে ভেসে
বেঁচে আছি আমি খুব কষ্টে
সুখ দিলোনা ধরা ,
জীবন কখনো ভাঙা কখনো বা গড়া
হারিয়েছি যাদের তাদের পাবো কি?
সাজানো জীবন শুধু রং বদলায়
অন্যের জীবনীটাও আজ বুঝা দ্বায়
আজ আমি অসহায়, বেঁচে আছি খোদার কৃপায় ।
আর কত সইতে হবে সব ,কষ্টে ফেলে সবাই দিচ্ছে ডুব।
কষ্টরা আজ মনে ভীর করেছে
আমার সেই ছোট্ট নীড়ে
কি যেন একটা কষ্ট
যেন এটা হারানোর কষ্ট ।
ক্লান্ত শরীরে ভাবছি বসে
আর পারিনা যন্ত্রণা সইতে ।
সব স্বপ্ন আশাই আজ যেন মিথ্যে
প্রিয় মানুষগুলোর ছবি,
আঁকছে যেন অচেনা এক কবি।
যখন হয়ে পড়বো ক্লান্ত ভীষণ
হয়তো চলে যাব অকারণ ।
আর লিখব না তখন কবিতা
হবো না আর দস্যিপনা
সবাই কাঁদবে অভিমানে
চাইলেও আর ফিরবো না একান্ত কোন প্রহরে ।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Orpita Oyshorjo

Author: Orpita Oyshorjo

লিখতে ভালো লাগে তাই লিখি সবসময় গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

একুশ

আমার হৃদয়ে ভুবনে বহিছে উজ্জল বর্ণমালা, যেই বর্ণের স্মৃতিবাণী ঘিরে একুশ এনেছে মেলা৷   একুশ দিয়েছে তরুণ হৃদয়ে সাহস দীপ্ত

One Reply to “তবুও স্বপ্ন দেখি”

Leave a Reply