তবুও স্বপ্ন দেখি

0

আর কত এভাবে থাকবো, সবগুলো চাওয়া পাওয়া রেখে হয়ে যাব নিঃস্ব ।
কেনইবা লাগে পৃথিবীটা আজ শূন্য
আজ যেন মিথ্যে সব আশা ,
সবার ভিড়ে দিন শেষ আমি একা
কষ্ট গুলো আজ যত্নে লালন করছি
জীবনের হিসেবে আজ ইতি টানছি
কত রাত জেগে থেকে, স্মৃতির কাতারে ভেসে
বেঁচে আছি আমি খুব কষ্টে
সুখ দিলোনা ধরা ,
জীবন কখনো ভাঙা কখনো বা গড়া
হারিয়েছি যাদের তাদের পাবো কি?
সাজানো জীবন শুধু রং বদলায়
অন্যের জীবনীটাও আজ বুঝা দ্বায়
আজ আমি অসহায়, বেঁচে আছি খোদার কৃপায় ।
আর কত সইতে হবে সব ,কষ্টে ফেলে সবাই দিচ্ছে ডুব।
কষ্টরা আজ মনে ভীর করেছে
আমার সেই ছোট্ট নীড়ে
কি যেন একটা কষ্ট
যেন এটা হারানোর কষ্ট ।
ক্লান্ত শরীরে ভাবছি বসে
আর পারিনা যন্ত্রণা সইতে ।
সব স্বপ্ন আশাই আজ যেন মিথ্যে
প্রিয় মানুষগুলোর ছবি,
আঁকছে যেন অচেনা এক কবি।
যখন হয়ে পড়বো ক্লান্ত ভীষণ
হয়তো চলে যাব অকারণ ।
আর লিখব না তখন কবিতা
হবো না আর দস্যিপনা
সবাই কাঁদবে অভিমানে
চাইলেও আর ফিরবো না একান্ত কোন প্রহরে ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Orpita Oyshorjo

Author: Orpita Oyshorjo

লিখতে ভালো লাগে তাই লিখি সবসময় গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

One Reply to “তবুও স্বপ্ন দেখি”

Leave a Reply