তবুও স্বপ্ন দেখি

0

আর কত এভাবে থাকবো, সবগুলো চাওয়া পাওয়া রেখে হয়ে যাব নিঃস্ব ।
কেনইবা লাগে পৃথিবীটা আজ শূন্য
আজ যেন মিথ্যে সব আশা ,
সবার ভিড়ে দিন শেষ আমি একা
কষ্ট গুলো আজ যত্নে লালন করছি
জীবনের হিসেবে আজ ইতি টানছি
কত রাত জেগে থেকে, স্মৃতির কাতারে ভেসে
বেঁচে আছি আমি খুব কষ্টে
সুখ দিলোনা ধরা ,
জীবন কখনো ভাঙা কখনো বা গড়া
হারিয়েছি যাদের তাদের পাবো কি?
সাজানো জীবন শুধু রং বদলায়
অন্যের জীবনীটাও আজ বুঝা দ্বায়
আজ আমি অসহায়, বেঁচে আছি খোদার কৃপায় ।
আর কত সইতে হবে সব ,কষ্টে ফেলে সবাই দিচ্ছে ডুব।
কষ্টরা আজ মনে ভীর করেছে
আমার সেই ছোট্ট নীড়ে
কি যেন একটা কষ্ট
যেন এটা হারানোর কষ্ট ।
ক্লান্ত শরীরে ভাবছি বসে
আর পারিনা যন্ত্রণা সইতে ।
সব স্বপ্ন আশাই আজ যেন মিথ্যে
প্রিয় মানুষগুলোর ছবি,
আঁকছে যেন অচেনা এক কবি।
যখন হয়ে পড়বো ক্লান্ত ভীষণ
হয়তো চলে যাব অকারণ ।
আর লিখব না তখন কবিতা
হবো না আর দস্যিপনা
সবাই কাঁদবে অভিমানে
চাইলেও আর ফিরবো না একান্ত কোন প্রহরে ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Orpita Oyshorjo

Author: Orpita Oyshorjo

লিখতে ভালো লাগে তাই লিখি সবসময় গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

One Reply to “তবুও স্বপ্ন দেখি”

Leave a Reply