বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস

0

দিল্লির সুলতানগন ১৩৩৮ থেকে ১৫৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুইশ’ বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেন নি।প্রথম দিকে দিল্লির সুলতানের সেনাবাহিনী সদস্য আক্রমণ চালিয়েছে।

চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকারে আনার জন্য। অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছে।তাই, এ সময়ে বাংলার সুলতানগণ স্বাধীনভাবে এবং নিশ্চিন্তে এদেশ শাসন  করতে পেরেছেন।

ফখরুদ্দিন মুবারক শাহের মাধ্যমে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহি বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতি শীলতা লাভ করে।

স্বাধীন সুলতানি আমল (১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল) খ্রিস্টাব্দ।

১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের শাসন কর্তা বাহরাম খানের মৃত্যু হয়।বাহরাম খানের বর্মরক্ষক ছিল “ফখরা” নামের একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পরে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ‘ফখরুদ্দিন মুবারক শাহ’ নাম নিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে বসেন।

আর এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের। দিল্লির মুহাম্মদ – বিন – তুঘলকের এ সময় বাংলার দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না।

তাই, সোনারগাঁয়ে স্বাধীনতার সূচনা হলেও ধীরে ধীরে স্বাধীন জেলার সীমা বিস্তৃত হতে থাকে। পরবর্তী দুইশ’ বছর এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে নি।

দিল্লির শাসন কর্তাগণ সোনারগাঁয়ের ফখরুদ্দিনের স্বাধীনতা ঘোষণাকে সুনজরে দেখেনি। তাই, দিল্লির প্রতিনিধি লখনৌতির শাসন কর্তা কদর খান ও সাতগায়েঁর শাসন কর্তা ইজ্জউদ্দিন মিলিতভাবে সোনারগাঁ আক্রমণ করেন।

কিন্তু তারা সফল হতে পারে নি।কদর খান ফখরুদ্দিনের সৈন্য সদস্যদের হাতে পরাজিত ও নিহত হন।

একজন স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজের নামে মুদ্রা প্রচলন করেছিলেন।তার মুদ্রায় খোদিত তারিখ দেখে ধারণা করা যায়, তিনি ১৩৩৮ সাল থেকে ১৩৪৯  খ্রিষ্টাব্দ সাল পর্যন্ত সোনারগাঁয়ে রাজত্ব করেন।

ফখরুদ্দিন মুবারক শাহ তার রাজসীমা দক্ষিণ – পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করেছিলেন।

তিনিই সর্বপ্রথম চট্টগ্রাম ✌ জয় করেন। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ তৈরি করিয়েছিলেন বলে জানা যায়।

১৩৪৯ খ্রিষ্টাব্দে সোনারগাঁ টাঁকশাল থেকে ইখতিয়ার উদ্দিন গাজি শাহ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করা হয়।

গাজি শাহের নামাঙ্কিত মুদ্রায় ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত তারিখ পাওয়া যায়।

সুতরাং বোঝা যায়, যে ফখরুদ্দিন পুত্র গাজি শাহ পিতার মৃত্যুর পরে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে বসেন এবং ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন বছর রাজত্ব করেন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

One Reply to “বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস”

Leave a Reply