বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস

play icon Listen to this article
0

দিল্লির সুলতানগন ১৩৩৮ থেকে ১৫৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুইশ’ বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেন নি।প্রথম দিকে দিল্লির সুলতানের সেনাবাহিনী সদস্য আক্রমণ চালিয়েছে।

চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকারে আনার জন্য। অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছে।তাই, এ সময়ে বাংলার সুলতানগণ স্বাধীনভাবে এবং নিশ্চিন্তে এদেশ শাসন  করতে পেরেছেন।

ফখরুদ্দিন মুবারক শাহের মাধ্যমে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহি বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতি শীলতা লাভ করে।

স্বাধীন সুলতানি আমল (১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল) খ্রিস্টাব্দ।

১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের শাসন কর্তা বাহরাম খানের মৃত্যু হয়।বাহরাম খানের বর্মরক্ষক ছিল “ফখরা” নামের একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পরে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ‘ফখরুদ্দিন মুবারক শাহ’ নাম নিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে বসেন।

আর এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের। দিল্লির মুহাম্মদ – বিন – তুঘলকের এ সময় বাংলার দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না।

তাই, সোনারগাঁয়ে স্বাধীনতার সূচনা হলেও ধীরে ধীরে স্বাধীন জেলার সীমা বিস্তৃত হতে থাকে। পরবর্তী দুইশ’ বছর এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে নি।

দিল্লির শাসন কর্তাগণ সোনারগাঁয়ের ফখরুদ্দিনের স্বাধীনতা ঘোষণাকে সুনজরে দেখেনি। তাই, দিল্লির প্রতিনিধি লখনৌতির শাসন কর্তা কদর খান ও সাতগায়েঁর শাসন কর্তা ইজ্জউদ্দিন মিলিতভাবে সোনারগাঁ আক্রমণ করেন।

কিন্তু তারা সফল হতে পারে নি।কদর খান ফখরুদ্দিনের সৈন্য সদস্যদের হাতে পরাজিত ও নিহত হন।

একজন স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজের নামে মুদ্রা প্রচলন করেছিলেন।তার মুদ্রায় খোদিত তারিখ দেখে ধারণা করা যায়, তিনি ১৩৩৮ সাল থেকে ১৩৪৯  খ্রিষ্টাব্দ সাল পর্যন্ত সোনারগাঁয়ে রাজত্ব করেন।

ফখরুদ্দিন মুবারক শাহ তার রাজসীমা দক্ষিণ – পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করেছিলেন।

তিনিই সর্বপ্রথম চট্টগ্রাম ✌ জয় করেন। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ তৈরি করিয়েছিলেন বলে জানা যায়।

১৩৪৯ খ্রিষ্টাব্দে সোনারগাঁ টাঁকশাল থেকে ইখতিয়ার উদ্দিন গাজি শাহ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করা হয়।

গাজি শাহের নামাঙ্কিত মুদ্রায় ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত তারিখ পাওয়া যায়।

সুতরাং বোঝা যায়, যে ফখরুদ্দিন পুত্র গাজি শাহ পিতার মৃত্যুর পরে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে বসেন এবং ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন বছর রাজত্ব করেন।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

বাবা- ৭ (বিবিধ কবিতা)

বাবার কথা ফেলতে নেই, বাবার কথা ফেললে অমঙ্গল হয়।আজ আমি বাবার একটি কথা ফেললাম, আজ আমার জীবনে অন্ধকার নেমে এসেছে।বাবা

ফুল – ৮

এই যে দেখ ফুল সে হাসছে আর হাসছে। হাসছে আর বলছে, "তুমি কবে আমার হবে, তুমি কবে আমার হবে?"  আসলে

One Reply to “বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস”

Leave a Reply