“চুনিয়া আমার আর্কেডিয়া” কবিতার ‘পাঠ-পরিচিতি’

play icon Listen to this article
0

“চুনিয়া আমার আর্কেডিয়া “কবিতাটি কবি রফিক আজাদের ‘চুনিয়া আমার আর্কেডিয়া ‘কাব্য থেকে সংকলিত হয়েছে। এটি একটি প্রতীকী গদ্য কবিতা। ” চুনিয়া “নামের একটি গ্রামের প্রতীকের মধ্য দিয়ে কবি মানুষকে সুন্দর ভাবে বাঁচার আহ্বান জানাচ্ছেন।

কবির কথায়, চুনিয়া একটি ছোট্ট আদিবাসী গ্রাম। শহর থেকে অনেক দূরে এর অবস্থান। মনোরম সবুজ প্রকৃতির পটভূমিতে স্থাপিত বলে চুনিয়া কখনো হিংস্রতা দেখে নি।

দেখে নি রক্ত পাত।

চুনিয়া শুধু জানে মানুষকে ভালোবাসতে।মানব সমাজের আজ যে হিংসা হানাহানি রক্ত পাত দেখা যায়, চুনিয়া তে এসব নেই।

সবাই এখানে তাই সুখে থাকে।

কবি মনে করেন, প্রতিটি মানুষই আসলে এরকম। সভ্য সমাজের অনেকেই এ-ই ধরনের স্নিগ্ধ সুন্দর গ্রাম কে অথবা গ্রামের মতো পরিবেশ কে বুকের মধ্যে লালন করে থাকেন।

চুনিয়া বিশ্বাস করে,মানুষ মারণাস্ত্র ফেলে, হিংসা -দ্বেষ ভুলে পরস্পর ভালো প্রতিবেশী হবে। কেননা মানবতার পক্ষে দাঁড়ানোই হচ্ছে মানব সভ্যতার মূল কথা।

এর থেকে শিক্ষা পাওয়া যায় যে;আমাদের সকলের উচিৎ মানবতার পক্ষে দাঁড়ানো এবং ভালো ব্যবহার করা। 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Related Posts

নারী পুরুষ

  মানুষ ভাবে…. দুই ভাগেতে নারী পুরুষ জাত, সমান ভাবে দেশের কাজে আছে সবার হাত। নারী পুরুষ মিলে লড়ছে বিভেদ

প্রতিশ্রুতি

মহান উত্তম শাবান মাসের শবে বরাত রাত, মুসলিম উম্মা আজ প্রার্থনায় উঠায় যে দুই হাত। জিকির তালিম মশগুল বান্দা গভীর

ধান্দায় খাচ্ছে লুটে

মানুষ বাঁচে একশো বছর কিংবা তাহার কম, নিজের নজির প্রকাশ করে ছাড়ে গর্বের দম। দিবস রাতে টাকার পিছে শুধুই মানুষ

শিরোপা জয়

ফুটবল কাপে সাফ এশিয়ায় সেরা মোদের দেশ, ফুটবল জয়ে বিশ্বের মাঝে সুনাম রটে বেশ। সাফ এশিয়া শিরোপা জয় চলছে জয়ের

Leave a Reply