“চুনিয়া আমার আর্কেডিয়া” কবিতার ‘পাঠ-পরিচিতি’

0

“চুনিয়া আমার আর্কেডিয়া “কবিতাটি কবি রফিক আজাদের ‘চুনিয়া আমার আর্কেডিয়া ‘কাব্য থেকে সংকলিত হয়েছে। এটি একটি প্রতীকী গদ্য কবিতা। ” চুনিয়া “নামের একটি গ্রামের প্রতীকের মধ্য দিয়ে কবি মানুষকে সুন্দর ভাবে বাঁচার আহ্বান জানাচ্ছেন।

কবির কথায়, চুনিয়া একটি ছোট্ট আদিবাসী গ্রাম। শহর থেকে অনেক দূরে এর অবস্থান। মনোরম সবুজ প্রকৃতির পটভূমিতে স্থাপিত বলে চুনিয়া কখনো হিংস্রতা দেখে নি।

দেখে নি রক্ত পাত।

চুনিয়া শুধু জানে মানুষকে ভালোবাসতে।মানব সমাজের আজ যে হিংসা হানাহানি রক্ত পাত দেখা যায়, চুনিয়া তে এসব নেই।

সবাই এখানে তাই সুখে থাকে।

কবি মনে করেন, প্রতিটি মানুষই আসলে এরকম। সভ্য সমাজের অনেকেই এ-ই ধরনের স্নিগ্ধ সুন্দর গ্রাম কে অথবা গ্রামের মতো পরিবেশ কে বুকের মধ্যে লালন করে থাকেন।

চুনিয়া বিশ্বাস করে,মানুষ মারণাস্ত্র ফেলে, হিংসা -দ্বেষ ভুলে পরস্পর ভালো প্রতিবেশী হবে। কেননা মানবতার পক্ষে দাঁড়ানোই হচ্ছে মানব সভ্যতার মূল কথা।

এর থেকে শিক্ষা পাওয়া যায় যে;আমাদের সকলের উচিৎ মানবতার পক্ষে দাঁড়ানো এবং ভালো ব্যবহার করা। 

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

One Reply to ““চুনিয়া আমার আর্কেডিয়া” কবিতার ‘পাঠ-পরিচিতি’”

Leave a Reply