পাহাড়ি আদিবাসীদের গান

আদিবাসী গান শুনুন- চাকমা, মারমা, ত্রিপুরা…

2

আপনাদেরকে আজ ১০ টি আদিবাসী গান শোনাবো। এই গানগুলো হয়তো আপনাকে একটি ভিন্ন জগতে নিয়ে যাবে, জন্ম দেবে নতুন উপলব্ধির। গান আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির একটি অচ্ছেদ্য অংশ।

আদিবাসী গান

বাংলা ভাষার যেমন সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, নানা ধরণের গান রয়েছে। তেমনি  ছোট ছোট আদিবাসী গোষ্ঠীরও রয়েছে মুগ্ধ হয়ে শোনার মতো গান। এরকম দশটি আদিবাসী গানের ভিডিও উপস্থাপন করছি-

১. চাকমা গান

২. মারমা গান

৩. ত্রিপুরা গান

৪. ম্রো গান

৫. সাঁওতাল গান

৬. মণিপুরী গান

৭. গারো গান

৮. খাসিয়া গান

৯. বম গান

১০. লুসাই গান

আপনারা যে গান শুনতে চান সেই লেখাটিতে ক্লিক করলেই এই লেখাটির সেই অংশে আপনাকে নিয়ে যাবে। আশা করছি- আদিবাসী গান শুনে আপনার ভালো লেগেছে। নিচে কমেন্ট করে আপনার অনুভূতির কথা আমাদের জানাতে পারেন।

 

নিয়ে নিন – Hoichoi Subscription (বিশেষ ছাড়ে)


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জন্মদিনের গান লিরিক্স- শাফিন আহমেদের গাওয়া

গানটি MUSIC BD এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এখানে দেয়া হয়েছে। আপনারা চাইলে ইউটিউবেও শুনতে পারেন। লেখক ডট মি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মান্না দের গান

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটি পড়েননি এমন বাঙালি বোধহয় খুজে পাওয়া যাবে না। আজকে আপনাদেরকে বিদ্যাসাগরকে নিয়ে দুটি গান শোনাতে

Leave a Reply