0
একুশ মানেই ব্যাকুল সুরে
দুখী মায়ের আকুতি,
একুশ মানেই বুকের মানিক
হারা মায়ের কাকুতি।
একুশ মানেই শোকের মাতম
বুকের ভেতর শূন্যতা,
একুশ মানেই রক্তের স্রোতে
পেলাম ভাষার পূর্ণতা।
একুশ মানেই মরণ ডাকে
আনলো ভাষা ছিনিয়ে
একুশ মানেই ভাষার বিজয়
বিশ্বে গেলো চিনিয়ে।
একুশ মানেই বিষাদ গাঁথা
সকল শহীদ স্মরণে,
একুশ মানেই রফিক বরকত
সালাম জব্বার বরণে।
আরো পড়ুন-

0