0
একটি চিঠি লিখেছিলাম মাধুরী দেবীকে।সে চিঠিতে মাধুরী লিখেছে, তুমি যদি আমাকে ভাল না বাস আমি মরে যাব।
আসলে কি সে মরবে?
সে যদি মরে যায় তাহলে আমি বলব, কেউ আমার জন্য মরেছে!
এখন কথা হল, সে যদি আমার জন্য না মরে তাহলে আমাকে কি করতে হবে?
আমাকে মরে যেত হবে।
তাহলে?
এমন একটি দিন যেন না আসে যেদিন সে আমার জন্য নামরে।

0