মায়ের নাম শ্যামা বলেই

play icon Listen to this article
0

মায়ের নাম শ্যামা বলেই
বিশ্ব ভুবন মেতেছে ঐ নামেই।

মায়ের ঐ রূপের ছটায় জগৎ ভরে আলোয়
মায়ের ঐ করুণার আশীষে জগৎ মাতে হরষে।

মা যে দয়ার সিন্ধু ওরে মা যে অন্তর্যামী
মায়ের কাছে যা চাইবি পাবি তা রাশি রাশি।

মায়ের নাম কালী বলে,
ধরায় ওঠে ‘কালী কালী’ রব-
মোছে তার সকল পাপের আধার বক্ষ হৃদয় হতে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply