মায়ের নাম শ্যামা বলেই

play icon Listen to this article
0

মায়ের নাম শ্যামা বলেই
বিশ্ব ভুবন মেতেছে ঐ নামেই।

মায়ের ঐ রূপের ছটায় জগৎ ভরে আলোয়
মায়ের ঐ করুণার আশীষে জগৎ মাতে হরষে।

মা যে দয়ার সিন্ধু ওরে মা যে অন্তর্যামী
মায়ের কাছে যা চাইবি পাবি তা রাশি রাশি।

মায়ের নাম কালী বলে,
ধরায় ওঠে ‘কালী কালী’ রব-
মোছে তার সকল পাপের আধার বক্ষ হৃদয় হতে।

 

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

একুশ

আমার হৃদয়ে ভুবনে বহিছে উজ্জল বর্ণমালা, যেই বর্ণের স্মৃতিবাণী ঘিরে একুশ এনেছে মেলা৷   একুশ দিয়েছে তরুণ হৃদয়ে সাহস দীপ্ত

Leave a Reply