0
মায়ের নাম শ্যামা বলেই
বিশ্ব ভুবন মেতেছে ঐ নামেই।
মায়ের ঐ রূপের ছটায় জগৎ ভরে আলোয়
মায়ের ঐ করুণার আশীষে জগৎ মাতে হরষে।
মা যে দয়ার সিন্ধু ওরে মা যে অন্তর্যামী
মায়ের কাছে যা চাইবি পাবি তা রাশি রাশি।
মায়ের নাম কালী বলে,
ধরায় ওঠে ‘কালী কালী’ রব-
মোছে তার সকল পাপের আধার বক্ষ হৃদয় হতে।
আরো পড়ুন-

0