মায়ের নাম শ্যামা বলেই

0

মায়ের নাম শ্যামা বলেই
বিশ্ব ভুবন মেতেছে ঐ নামেই।

মায়ের ঐ রূপের ছটায় জগৎ ভরে আলোয়
মায়ের ঐ করুণার আশীষে জগৎ মাতে হরষে।

মা যে দয়ার সিন্ধু ওরে মা যে অন্তর্যামী
মায়ের কাছে যা চাইবি পাবি তা রাশি রাশি।

মায়ের নাম কালী বলে,
ধরায় ওঠে ‘কালী কালী’ রব-
মোছে তার সকল পাপের আধার বক্ষ হৃদয় হতে।

 

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply