মায়ের নাম শ্যামা বলেই

0

মায়ের নাম শ্যামা বলেই
বিশ্ব ভুবন মেতেছে ঐ নামেই।

মায়ের ঐ রূপের ছটায় জগৎ ভরে আলোয়
মায়ের ঐ করুণার আশীষে জগৎ মাতে হরষে।

মা যে দয়ার সিন্ধু ওরে মা যে অন্তর্যামী
মায়ের কাছে যা চাইবি পাবি তা রাশি রাশি।

মায়ের নাম কালী বলে,
ধরায় ওঠে ‘কালী কালী’ রব-
মোছে তার সকল পাপের আধার বক্ষ হৃদয় হতে।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

Leave a Reply