মা আমার শ্যামা মোর ঐ একটিই নাম আছে জানা

play icon Listen to this article
0

মা আমার শ্যামা
মোর ঐ একটিই নাম আছে জানা।
মায়ের রূপের কাছে জগৎ হার মানে
গগন নোয়ায় মাথা মা’র শ্রীচরণে।

জানি আছে আরও কত শত লক্ষ কোটি নাম আমার শ্যামা মায়ের-
হরি,রাধা,শিব,বিষ্ণু সব নামই তো আমার কালী মায়ের।

মায়ের মতন এমন করে কেউ ভালোবাসেনি আমায় আগে,
মায়ের মতন এমন করে কেউ কাঁদেনি আমার কাছে।

মা আমার শ্যামা
‘শ্যামা শ্যামা’ বলে ডাকি তাই শোনে সকল কথা।
বলে আমায়, ‘বাছা রে আয় আমার বুকে’
আমি সে কথায় ভুলে বিশ্ব ভুবন ঠাঁই নিই মায়ের শ্রীচরণে।

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

Leave a Reply