মা

মা

1

ছোট্ট একটি শব্দ মা
তবু বিশাল তার পরিধি,
জন্মের আগেই সূচনা যা
বৃস্তিত তা মরণ অবধি,
মা কথাটি ভুলিতে বারণ।

যবে হতে গর্ভে ধারণ
আপন গর্ভে করেছেন লালন,
সয়ে জালাতন হয়নি টালন
যত্নে তবু করেছেন পালন,
মা কথাটি শিশুর প্রথম উচ্চারণ।

মায়ের মুখটা মমতা মাখা
ভুবন ভোলানো মায়ের পরশ,
মায়ের মনে কষ্ট দিলে
কেঁপে ওঠেন খোদার আরশ,
মাকে কষ্ট দেয়া বারণ।

শতত সুখে-দুঃখে মা
সদাই ভুলেছেন আপন সুখ,
প্রকাশ করেনি আপন দুঃখ
কষ্টে যদিও ফেটেছে বুক,
সর্বদা মাকে করিও বরণ।

চলে যাবার পরেও মা
তোমায় দেবেন মমতার পরশ,
মাকে কখনো যেওনা ভুলে,
জীবন যেন করিও না নিরস।
মা কথাটি রাখিও স্বরণ
কখনো যেন যেওনা ভুলে
মা কথাটি ভুলিতে বারণ।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

ইউসুফ জামিল

Author: ইউসুফ জামিল

Yousof Jamil (in bengali: ইউসুফ জামিল) is a Bangladeshi Poet , Author and Blogger who born and raised in Gazipur, Bangladesh. Yousof Jamil is best known for his poetry. His books available on Amazon, Google books etc platforms.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

One Reply to “মা”

Leave a Reply