0
ঘাসান কানাফানি প্রখ্যাত ফিলিস্তিনি কথা সাহিত্যিক।তার জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দে,আক্রা জেলায়। লেখা পড়া শেষ করে তিনি প্রথমে সিরিয়ার রাজধানী এবং পরে কুয়েতে শিক্ষকতা ও সাংবাদিকতার কাজে যোগ দেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তার সম্পাদনায় প্রকাশিত হয় ‘আল – হাদাফ’নামের সাপ্তাহিক পত্র। যা ছিল “পপুলার ফ্রন্ট দি লিবারেশন অব প্যালেস্টাইন ” -এর মুখ পত্র।
তিনি উপন্যাস ছাড়া ও লিখেছেন ছোটো গল্প, নাটক, প্রবন্ধ।
এই লেখক এবং ফিলিস্তিনি কথা সাহিত্যিক ১৯৭২ খ্রিস্টাব্দে ইসরায়েলি বাহিনীর গোপন বোমা হামলায় নিহত হন।
আরো পড়ুন-

0