লেখক ঘাসান কানাফানির জীবনী

play icon Listen to this article
0

ঘাসান কানাফানি প্রখ্যাত ফিলিস্তিনি কথা সাহিত্যিক।তার জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দে,আক্রা জেলায়। লেখা পড়া শেষ করে তিনি প্রথমে সিরিয়ার রাজধানী এবং পরে কুয়েতে শিক্ষকতা ও সাংবাদিকতার কাজে যোগ দেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তার সম্পাদনায় প্রকাশিত হয় ‘আল – হাদাফ’নামের সাপ্তাহিক পত্র। যা ছিল “পপুলার ফ্রন্ট দি লিবারেশন অব প্যালেস্টাইন ” -এর মুখ পত্র।
তিনি উপন্যাস ছাড়া ও লিখেছেন ছোটো গল্প, নাটক, প্রবন্ধ।
এই লেখক এবং ফিলিস্তিনি কথা সাহিত্যিক ১৯৭২ খ্রিস্টাব্দে ইসরায়েলি বাহিনীর গোপন বোমা হামলায় নিহত হন।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply