শোনো

play icon Listen to this article
2

কখনো বাতাসের বিপরীতে দাঁড়িয়ে
আকাশের পানে স্থির তাকিয়ে
ল…ম্বা একটা নিশ্বাস নিয়ে ছেড়েছিলে?
চোখজময বন্ধ করে?
অথবা হাত দুটো মেলে?

তবে শুন!
এই নিশ্বাস, সাধারণ নিশ্বাস নয়।
এই চোখ বন্ধ করা, সাধারণ নয়।
এই হাত তোলা, সাধারণ নয়!
হ্যা সাধারণ নয়!

শুধু ভাবো যে,
তোমি তোমার রবকে
বিচার দিচ্ছ নিশ্বাস ফেলে!
আফসোস করছ,
চোখকে নিয়ন্ত্রণ করতে না পারায়!
অমনি,
ট..কট..ক করে গাল বেয়ে
মাটি স্পর্শ করে, ফোটা এক ধূলো
জড়ো করে নিল!

বিশ্বাস কর,
এটা একফোঁটা পানি নয়!
এটা এক টুকরো মাটিকে জড়ায়ে ধরেনি!
বলছি বিশ্বাস কর!
ভাবছ কি হবে?
হ্যা! বলছি, তবে শুন!

এই পানি শুধু মাটি নয়!
শুধু তোমার গাল বেয়ে পড়েনি!
শুধু এমনি এমনি আসেনি!
এ এক নীরব বার্তা।
যা তোমার রবকে পাঠিয়েছে!
প্রস্তাব পাঠিয়েছে
তোমার রবকে জড়িয়ে ধরার!
অবাক হয়েছ কেন নীচে পড়েছে!
তোমার সত্তাকে ছাড়া তোমি কি সচল?
এটা সবাই চায়, চিরন্তন!

শুধু ভাবো যে,
এই দুইহাত তোলা
কেবল বাতাস আটকানো নয়!
গোনাহগুলো ছেড়ে ঝেড়ে ফেলে
আলিঙ্গন করছ রবের সিদ্ধান্ত!
এটা তোমার,
তোমার রবের ভালবাসার প্রকাশ!
এক অব্যক্ত আকুতি!
এক শূন্যস্থান পূর্ণের আহবান, নিমিত্তি!

✍️ তানহীর হোসাইন

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Md Tanhir Hossain

Author: Md Tanhir Hossain

A student

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রমজান

মুমিন বান্দার মাঝে আসলো বছর ঘুরে রোজা, নেক আমলে ভরবে জীবন কমবে পাপের বোঝা। রমজান মাসে ফরজ রোজা রাখে মুমিন

ফেনী জেলার ভৌগোলিক বিবরণ

বাংলা দেশের দক্ষিণ - পূর্বভাগে অবস্থিত হচ্ছে ফেনী জেলা। বৃহত্তর নোয়াখালীর পূর্ব দিকে ফেনী শহরকে ভূখণ্ড হিসাবে অধিকতর প্রাচীন বলে

রমজানের ফজিলত ও গুরুত্ব এবং আমল

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব এবং আমল মহান আল্লাহ তায়ালা রমজান মাসকে অন্যান্য মাসের উপর ফজিলত ও বিশেষত্ব দিয়েছেন। এ

যুগ-যুগান্তর ধরে

মানুষ বিশাল প্রাণের মাঝে যুগ-যুগান্তর ধরে, অতৃপ্তির ওই অধীর আগ্রহে নতুন সন্ধান করে। কোনো ভাবেই হয় না পূরণ প্রাপ্তীর প্রাপ্তে

Leave a Reply